প্রথম আলো এবং ফিট এলিগ্যান্সের মধ্যে চুক্তি
সফলদের গল্প–কথায় ক্যারিয়ারবিষয়ক অনুষ্ঠান ‘লুক হুজ টকিং’ আসছে
প্রতিটি সফলতার পেছনে থাকে সংগ্রাম, পরিশ্রম ও অনুপ্রেরণার গল্প। বিভিন্ন অঙ্গনের সফল ব্যক্তিদের সফলতার গল্প শোনার প্রতি আগ্রহ থাকে অনেকেরই। তাদের আগ্রহ মেটাতেই প্রথম আলো ডটকমের আয়োজনে ও শীর্ষস্থানীয় পোশাক ব্র্যান্ড ‘ফিট এলিগ্যান্স’–এর পৃষ্ঠপোষকতায় আসছে ক্যারিয়ারবিষয়ক অনুষ্ঠান ‘লুক হুজ টকিং?’
এ উপলক্ষে সম্প্রতি ২২ ফেব্রুয়ারি রাজধানীর কারওয়ান বাজারের প্রথম আলো কার্যালয়ে দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হকের উপস্থিতিতে ফিট এলিগ্যান্সের উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা শারমিন এবং প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘লুক হুজ টকিং?’ অনুষ্ঠানের উপস্থাপক এবং ফিট এলিগ্যান্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর গোলাম সামদানী ডন, প্রথম আলোর হেড অব কালচারাল প্রোগ্রাম ও গীতিকার কবির বকুল, ফিট এলিগ্যান্সের ব্র্যান্ড বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মো. শাহরুম আলী সিকদার, বিক্রয় বিভাগের সহকারী মহাব্যবস্থাপক গোলাম রব্বানী সৈকত এবং প্রশাসন বিভাগের ব্যবস্থাপক জুঁই বড়ুয়া প্রমুখ।
আনিসুল হক বলেন, ‘একটি সফলতার পেছনে অনেক ত্যাগ, বারবার হোঁচট খেয়ে পড়ে যাওয়া, সংগ্রাম এবং পরিশ্রমে গল্প মিশে থাকে। আশা করছি, এ অনুষ্ঠানের মাধ্যমে লক্ষ লক্ষ তরুণ–তরুণী অনুপ্রেরণা পাবে এবং যারা ব্যর্থ হয়ে ভেঙে পড়েছে তারা নব উদ্যমে উঠে দাঁড়াতে সক্ষম হবে।’
ওয়াহিদা শারমিন বলেন, ‘যেহেতু ভিন্ন ভিন্ন অঙ্গনের সফল ব্যক্তিদের সফলতার গল্প নিয়ে অনুষ্ঠানটি হবে, তাই প্রত্যেকটি গল্প হবে স্বতন্ত্র। হয়তোবা কান্না এবং কষ্টের মাত্রাটা কমবেশি হতে পারে। প্রথম আলোকে অনেক ধন্যবাদ এমন একটি আয়োজনে আমাদের সম্পৃক্ত করার জন্য।’
জাবেদ সুলতান বলেন, ‘ফিট এলিগ্যান্সকে অনেক ধন্যবাদ আমাদের ওপর আস্থা রেখে এই আয়োজনে এগিয়ে আসার জন্য। আশা করব, প্রথম আলো ডটকমের সঙ্গে ফিট এলিগ্যান্সের এই সখ্য অটুট থাকবে।’
অনুষ্ঠানের সঞ্চালক গোলাম সামদানী ডন বলেন, ‘শীর্ষস্থানীয় দুটি ব্র্যান্ড যখন একসঙ্গে কোনো উদ্যোগ নেয়, সেটা ব্যতিক্রম হয়, সফল হয়। আমি আশা করছি, প্রথম আলো ও ফিট এলিগ্যান্সের এই যৌথ পথচলা দর্শকদের জন্য সুন্দর কিছু উপহার দেবে।’
সাপ্তাহিক অনুষ্ঠান হিসেবে ‘লুক হুজ টকিং?’ একযোগে প্রচারিত হবে প্রতি মঙ্গলবার রাতে প্রথম আলো, এবিসি রেডিও, ফিট এলিগ্যান্স ও ডন সামদানী ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালট্যান্সির ফেসবুক পেজ এবং প্রথম আলো ডটকম ও প্রথম আলোর ইউটিউব চ্যানেলে।