নগদ অনিয়মিত ই-ওয়ালেটের মাধ্যমে ৬০০ কোটি টাকার লেনদেন করেছে: দুদক
মুঠোফোনে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’-এর প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে অর্থ পাচার হয়েছে, এই অভিযোগে প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় ই-ওয়ালেটের মাধ্যমে প্রায় ৬০০ কোটি টাকার বেশি অনিয়মিত লেনদেনের তথ্য পেয়েছে সংস্থাটি।
আজ বুধবার বেলা ১২টার দিকে দুদকের সহকারী পরিচালক মো. রুহুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। দুদকের জনসংযোগ বিভাগ এ তথ্য জানায়।
দুদক জানিয়েছে, নগদ বিপুল পরিমাণ অতিরিক্ত ই-মানি তৈরি করে বেশ কিছু বিদেশি কোম্পানির মাধ্যমে অর্থ পাচার করেছে। অভিযানকালে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে ও রেকর্ডপত্র পর্যালোচনা করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। পর্যালোচনায় দেখা যায়, নগদ ই-ওয়ালেটের মাধ্যমে প্রায় ৬০০ কোটি টাকার বেশি অনিয়মিত লেনদেন করেছে।