ইউআইইউতে টেকসই উন্নয়নবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন
টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে চ্যালেঞ্জ, বৈশ্বিক জলবায়ুঝুঁকি মোকাবিলা, নিরাপদ পানি এবং ডেল্টা প্ল্যান বা বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে করণীয় বিষয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) দুই দিনব্যাপী ষষ্ঠ টেকসই উন্নয়নবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন (আইসিএসডি-২০২৩) শুরু হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল নয়টায় ইউআইইউ ক্যাম্পাসে এই সম্মেলন শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ অ্যান্ড সাসটেইনেবলিটি (আইডিএসএস) প্রতিবছর ফেব্রুয়ারিতে এই সম্মেলনের আয়োজন করে থাকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান মাঈনউদ্দিন হাসান রশিদ। সম্মানিত অতিথি ছিলেন ভারতের মুম্বাইয়ে অবস্থিত টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সেসের (টিআইএসএস) স্কুল অব ডেভেলপমেন্ট স্টাডিজের অধ্যাপক আবদুল শাবান ও নেদারল্যান্ডস ওয়াজেনিনজেন বিশ্ববিদ্যালয়ের ডেল্টাস ওয়াটার ম্যানেজমেন্টের গবেষক ক্যাথারিয়ান টেরউইসচা ভ্যান শেল্টিংগা।
সম্মেলনের উদ্বোধনী বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য রুবানা হক এবং সভাপতিত্ব করেন ইউআইইউ উপাচার্য মো. আবুল কাশেম মিয়া। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন আইসিএসডি-২০২৩-এর আহ্বায়ক হামিদুল হক।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেশ-বিদেশের টেকসই উন্নয়ন গবেষক, বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, গবেষণা সংস্থা, জাতীয় এবং আন্তর্জাতিক এনজিও, নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।