দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন

চট্টগ্রাম সিটি করপোরেশন নগরের দেওয়ানহাট ওভারব্রিজ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২০০ স্থাপনা উচ্ছেদ করেছে। এই জায়গায় দীর্ঘদিন ধরে দোকানপাট ও বিভিন্ন স্থাপনা গড়ে তোলা হয়েছিল। মঙ্গলবার দিনভর পরিচালিত অভিযানে দুই একর জায়গা উদ্ধার করা হয়।

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম অভিযানে নেতৃত্ব দেন। এ সময় সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ও মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেমসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অভিযানে সহায়তা করেন নগর পুলিশের সদস্যরা।

সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম প্রথম আলোকে বলেন, অনেক দিন আগে থেকেই সিটি করপোরেশনের এই জায়গা দখল করে আধা পাকা, টিন ও কাঁচা ঘর তৈরি করা হয়। এখান থেকে মাদক বিক্রিসহ নানা অপরাধমূলক কার্যক্রম পরিচালিত হতো। উদ্ধার করা জায়গায় বিপণিবিতান নির্মাণ করার পরিকল্পনা রয়েছে সিটি করপোরেশনের।