প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলটির পলিটব্যুরো এ নিন্দা জানায়। ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে বলা হয়, আইনমন্ত্রীসহ সরকারের বিভিন্ন স্তর থেকে বারবার কথা হয়েছে যে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের হয়রানি করা হলে এ ব্যাপারে কোনো অভিযোগ থাকলে তা যাচাই করার জন্য সেলে পাঠানো হবে। অথচ এ ক্ষেত্রে তার বরখেলাপই করা হলো না; এ নিয়ে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তাতে ডিজিটাল নিরাপত্তা আইনকে নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করার আরেকটি উদাহরণ তৈরি হয়েছে।
ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে বলা হয়, প্রথম আলোর কথিত প্রতিবেদনটি যদি উদ্দেশ্যপ্রণোদিতও হয়, তবে তার প্রতিকারের জন্য প্রেস কাউন্সিলের আইনি ও প্রাতিষ্ঠানিক বিধান রয়েছে। সে পথ না অনুসরণ করে ডিজিটাল নিরাপত্তা আইনের এমন ব্যবহার সামনে নির্বাচনকে কেন্দ্র করে নিত্যনতুন চাপ সৃষ্টির উদ্দেশ্যে দেশি-বিদেশি মহল সংবাদপত্রের স্বাধীনতা, বাক্স্বাধীনতা খর্ব করার যে অভিযোগ চলেছে, প্রকারান্তরে তাদের হাতকেই শক্তিশালী করা হলো।
ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে ডিজিটাল নিরাপত্তা আইনের নিপীড়নমূলক ধারাগুলো বাতিলের দাবি করা হয়। বিবৃতিতে আশা প্রকাশ করা হয়, ডিজিটাল আইন ব্যবহারসহ সংবাদপত্রের ও সাংবাদিকতার স্বাধীনতার হরণ করে, এমন কার্যক্রম থেকে সরকার বিরত থাকবে।