লঞ্চভাড়া কত বাড়বে, সিদ্ধান্ত দেবেন প্রতিমন্ত্রী

সদরঘাট লঞ্চ
ফাইল ছবি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে লঞ্চের ভাড়া বাড়াতে সর্বনিম্ন ১৯ দশমিক ৫০ থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত আটটি স্তরের সুপারিশ করেছে নৌপরিবহন মন্ত্রণালয় গঠিত সাত সদস্যের কমিটি। এর মধ্যে যে স্তরটি নৌপরিবহন প্রতিমন্ত্রী ঠিক করবেন, সে অনুযায়ী নতুন ভাড়া নির্ধারিত হবে।

সরকার গত শুক্রবার জ্বালানি তেলের দাম বাড়ানোর পর লঞ্চমালিকেরা ভাড়া শতভাগ বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছিলেন। এ নিয়ে লঞ্চমালিকদের সঙ্গে আজ সোমবার সচিবালয়ে বৈঠকে বসেন নৌপরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বৈঠকে লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণে সাত সদস্যের কমিটি গঠন করে দেয় নৌপরিবহন মন্ত্রণালয়। কমিটির সদস্যরা বেলা তিনটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত লঞ্চমালিকদের সঙ্গে আলোচনা করেন। তবে শেষ পর্যন্ত দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়নি।

কমিটি যে আটটি স্তরের সুপারিশ করেছে, সেখানে সর্বোচ্চ ভাড়া বৃদ্ধি বাদে অন্যগুলোতে আপত্তি রয়েছে লঞ্চমালিকদের। তাঁরা আগামীকাল মঙ্গলবার নিজেদের মধ্যে জরুরি সভা ডেকেছেন। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার সহসভাপতি সাইদুর রহমান জানিয়েছেন।

বৈঠক সূত্রে জানা গেছে, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত বর্তমান ভাড়া ২ টাকা ৩০ পয়সা। কমিটি সর্বনিম্ন স্তরে ১৯ দশমিক ৫ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে। এটি বাস্তবায়িত হলে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে ৪৫ পয়সা। দ্বিতীয় স্তরে ২২ শতাংশ ভাড়া বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। তাতে প্রতি কিলোমিটারে ৫১ পয়সা বেড়ে ভাড়া হবে ২ টাকা ৮১ পয়সা। তৃতীয় স্তরে ২৫ শতাংশ ভাড়া বাড়ানোর সুপারিশ করেছে কমিটি। তাতে ৫৭ পয়সা বেড়ে ভাড়া দাঁড়াবে ২ টাকা ৮৭ পয়সা।

৩০ শতাংশ ভাড়া বৃদ্ধি হলে প্রতি কিলোমিটারে বাড়বে ৬৯ পয়সা। তাতে কিলোমিটারে ভাড়া হবে ২ টাকা ৯৯ পয়সা। ৩৫ শতাংশ বৃদ্ধি হলে ভাড়া হবে ৩ টাকা ১০ পয়সা। ৪০ শতাংশ ভাড়া বৃদ্ধি পেলে ভাড়া হবে ৩ টাকা ২২ পয়সা। ৪২ শতাংশ বাড়লে প্রতি কিলোমিটারে ভাড়া বেড়ে দাঁড়াবে ৩ টাকা ২৬ পয়সা। আর ৫০ শতাংশ বাড়ানো হলে প্রতি কিলোমিটারে ভাড়া বেড়ে হবে ৩ টাকা ৪৫ পয়সা।

কমিটির আহ্বায়ক নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌস আলম প্রথম আলোকে বলেন, ‘মালিক সমিতির শতভাগ ভাড়া বাড়ানোর প্রস্তাব আমাদের যৌক্তিক মনে হয়নি। আমরা সর্বনিম্ন ১৯ দশমিক ৫ থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়ানোর সুপারিশ করেছি। এর মধ্য থেকে সরকার যেটি গ্রহণ করবে, সেটিই প্রজ্ঞাপন আকারে জারি করা হবে।’

ফেরদৌস আলম বলেন, এর আগে সড়কে প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে সাড়ে ২২ শতাংশ। সেটিও বিবেচনায় রয়েছে। আর লঞ্চ মালিকেরা মোবিলসহ অন্যান্য খরচ বাড়ার কথা বলছেন। কিন্তু এখন ডিজেলের দাম বেড়েছে। অন্য উপকরণের দাম বাড়লেও তা বিবেচনায় নেওয়ার সুযোগ নেই।

অপরদিকে লঞ্চ মালিক সমিতি বলছে, প্রতি লিটার ডিজেলের দাম ৩৪ টাকা বেড়েছে। তাতে এমনিতেই প্রতি কিলোমিটারে ভাড়া ৪২ দশমিক ৫ শতাংশ বাড়ার কথা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার সহসভাপতি সাইদুর রহমান বলেছেন, ‘আমরা ভাড়া সর্বোচ্চ ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছি। কিন্তু কমিটি যে আটটি স্তরের সুপারিশ করেছে, তাতে শেষ পর্যন্ত আমাদের প্রস্তাব না থাকার আশঙ্কা করছি। সে জন্য আমরা আটটি স্তরের প্রস্তাব আমলে নিইনি।’