ঢাকায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ইনফোকম সম্মেলন

তথ্যপ্রযুক্তির ভূমিকা নিয়ে শুরু হওয়া ইনফোকম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। আজ শুক্রবার ঢাকার ওয়েস্টিন হোটেলেছবি: দীপু মালাকার

তথ্যপ্রযুক্তির ভূমিকা ও এর নানারকম ব্যবহারসহ আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করে কীভাবে এগিয়ে যাওয়া যায়, সেসব বিষয় নিয়ে আলোচনার জন্য শুরু হয়েছে ইনফোকম সম্মেলন। আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে দুই দিনব্যাপী এই সম্মেলন শুরু হয়েছে।

ব্যবসা ও প্রযুক্তির উন্নয়ন এবং নেতৃত্বকে উৎসাহিত করার লক্ষ্যে ভারতের আনন্দবাজার পত্রিকা গ্রুপ (এবিপি) ইনফোকম সম্মেলন আয়োজন করে থাকে। এবার ঢাকায় বসেছে ইনফোকম সম্মেলনের সপ্তম আসর। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘সাসটেইনেবল ডিসরাপশন’। ভারতের এবিপি গ্রুপের সঙ্গে সম্মেলন আয়োজনে সহযোগিতায় রয়েছে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, দ্য ডেইলি স্টার, আইএসএসিএ—দ্য ঢাকা চ্যাপ্টার এবং জেসিআই বাংলাদেশ।

আয়োজক কর্তৃপক্ষ জানায়, ইনফোকম ঢাকার মূল উদ্দেশ্য হচ্ছে, ব্যবসায়িক কৌশল, প্রযুক্তি ও নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশে প্রবৃদ্ধি বাড়ানোর পাশাপাশি মানুষের জীবনকে সহজ করা।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, প্রযুক্তি যেমন সমাজে অবদান রাখছে, তেমনি ব্যাঘাত ঘটানোতেও তার ভূমিকা রয়েছে। প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক দুটি দিক আছে। ইতিবাচক হলে তার স্থায়িত্ব থাকতে হবে।

ইনফোকম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। আজ শুক্রবার ঢাকার ওয়েস্টিন হোটেলে
ছবি: দীপু মালাকার

প্রযুক্তি খাতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী। সতর্ক করে তিনি বলেন, ‘যদি আমাদের যথেষ্ট প্রস্তুতি না থাকে এবং নিজেদের ডেটাকে সুরক্ষা দিতে না পারি, তাহলে সার্বভৌমত্ব হুমকিতে পড়বে।’ সবাইকে এক হয়ে প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করার আহ্বান জানান তিনি।

এবিপি প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ধ্রুব মুখার্জি স্বাগত বক্তব্যে বলেন, করোনার দুই–এক বছর ছাড়া এ আয়োজন প্রতিবারই হয়ে আসছে। সবার সহযোগিতায় ইনফোকম এত দূর এসেছে। ইনফোকম একটি যাত্রা, যা নিজেই একটি গন্তব্য। প্রতিবছরের যাত্রায় একটি করে প্রতিপাদ্য থাকে। তথ্যপ্রযুক্তির অগ্রগতি বা ব্যবহার কীভাবে করা যায়, যা এই পৃথিবী, দেশ, ব্যবসা বা জীবনকে প্রভাবিত করে, সেটা নিয়েই ইনফোকম।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান জসিম উদ্দিন, সার্ক সিসিআইয়ের চেয়ারম্যান শাফকাত হায়দার, জেসিআই বাংলাদেশের সভাপতি ইমরান কাদির প্রমুখ।