উপজেলা নির্বাচনকে বিত্তবানদের খেলায় পরিণত করা হয়েছে: ওয়ার্কার্স পার্টি

উপজেলা নির্বাচনকে সাধারণ রাজনৈতিক কর্মীদের বাইরে বিত্তবানদের খেলায় পরিণত করা হয়েছে বলে মনে করছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলটি বলেছে, এ নির্বাচনে যে পরিবর্তন আনা হয়েছে, তাতে সাধারণ রাজনীতিকদের অংশগ্রহণ দুঃসাধ্য হয়ে পড়েছে।

আজ সোমবার ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সভায় এসব কথা উঠে আসে। দলটির নেতারা বলেন, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে জামানতের অঙ্ক লাখ টাকায় উন্নীত করা, নির্বাচনে রঙিন পোস্টার ব্যবহারসহ নির্বাচন কমিশন উপজেলা নির্বাচন বিধিতে পরিবর্তন এনেছে। উপজেলা নির্বাচন এমন এক অরাজনৈতিক রূপ নিয়েছে, সেখানে কেবল টাকা, পরিবারতন্ত্র ও প্রশাসনকে ব্যবহার করার বিষয়ই প্রধান হিসেবে দাঁড়িয়েছে। এখানে রাজনীতি, জনগণ ও তাদের ভোটাধিকার প্রয়োগ এসব বিষয় আর প্রধান নয়। পাশাপাশি বিএনপি-জামায়াতে ইসলামীসহ দক্ষিণ ও কথিত বামপন্থীদের নির্বাচন বর্জন এই বিরাজনীতিকরণ প্রক্রিয়াকেই জোরদার করছে। এতে সামগ্রিক নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে জনগণের যে উৎসাহটুকু ছিল, এই উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে সেটাও যাবে।

তবে বর্তমান প্রতিকূলতা মেনে নিয়েও ওয়ার্কার্স পার্টি এই নির্বাচনে অংশ নিচ্ছে। কারণ হিসেবে বিরাজনীতিকরণ প্রক্রিয়া প্রতিরোধ ও নির্বাচনী ব্যবস্থাকে সঠিক অবস্থায় পুনরুদ্ধারের কথা বলেছে দলটি।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে পলিটব্যুরোর সভায় আরও উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সদস্য আনিসুর রহমান মল্লিক, সুশান্ত দাস প্রমুখ।