সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৪ জুলাই, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

ভুল–বোঝাবুঝি মিটেছে, শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিম আগামী বছর চালু হবে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
ছবি: প্রথম আলো

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় আগামী বছর থেকে চালু হবে নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিস্তারিত পড়ুন...

ছাত্রলীগ সভাপতির প্রশ্ন, তাঁরা চাকরিজীবী নাকি আন্দোলনজীবী হতে চান

আজ শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন
ছবি: সংগৃহীত

কোটাবিরোধী শিক্ষার্থীদের আন্দোলন দীর্ঘায়িত করার সমালোচনা করে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, আদালতের আদেশের মাধ্যমে কোটার বিষয়টির একটি তাৎক্ষণিক সমাধান হয়েছে। তবু রাজনৈতিকভাবে মনোযোগ আকর্ষণের জন্য জনদুর্ভোগ তৈরি করা হচ্ছে। বিস্তারিত পড়ুন...

টাকা চুরির মামলা করতে বাবার সঙ্গে থানায় গিয়েছিলেন মেয়ে, পরে তিনিই গ্রেপ্তার

চুরি
প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে দেড় কোটি টাকার বেশি চুরির ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছিলেন এক ব্যবসায়ী। মামলা দায়েরের চার দিনের মাথায় থানা-পুলিশ জানতে পারে, ওই ব্যবসায়ীর টাকা চুরির সঙ্গে জড়িত তাঁর একমাত্র মেয়ে। এ ঘটনায় মেয়েকে গ্রেপ্তার করে পুলিশ। বিস্তারিত পড়ুন...

মেধা নাকি কোটা: একজন সাবেক আমলার অভিজ্ঞতা

বাংলাদেশের কোটাব্যবস্থা (চাকরিসহ অন্যান্য ক্ষেত্রে) নিয়ে একটা বিতর্ক চলমান। কেউবা পক্ষে, কেউ বিপক্ষে। তবে আশ্চর্যজনক হচ্ছে, বিতর্ক এমন, যেন কোটা অর্থ মেধাহীন। আবার মেধাভিত্তিক কোনো ধরনের কোটা নেই। বিস্তারিত পড়ুন...

ফাইনালে আর্জেন্টিনার একাদশ যেমন হতে পারে

অপরিবর্তিত একাদশ নিয়ে নামতে পারে আর্জেন্টিনা
এএফপি

কোপা আমেরিকা, বিশ্বকাপ, কোপা আমেরিকা—লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে টানা তিনটি বড় শিরোপা জয়ের কীর্তি গড়া থেকে মাত্র এক ধাপ দূরে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামী সোমবার সকালে কলম্বিয়ার বিপক্ষে কোপার ফাইনালে এ লক্ষ্যেই খেলতে নামবে আলবিসেলেস্তেরা। বিস্তারিত পড়ুন...