বাংলাদেশ ইউনিভার্সিটিতে গান্ধীর সঙ্গে ইসলামের সম্পৃক্ততার তাৎপর্য নিয়ে সেমিনার

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অমিত দে
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ‘ইসলামের সাথে গান্ধীর সম্পৃক্ততার তাৎপর্য’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাজধানীর আদাবরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য মেসবাহ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান বক্তা ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অমিত দে।

সেমিনারে অধ্যাপক অমিত দে ইসলামের সঙ্গে মহাত্মা গান্ধীর অকথিত অতীত ও অল্প বয়সে ইসলামের সঙ্গে তাঁর গভীর সম্পৃক্ততার বিষয় নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে এ সম্পৃক্ততার বিষয়গুলো তাঁর জীবন ও আধ্যাত্মিক তাঁর প্রকাশে যে প্রভাব ফেলেছিল, তা তিনি তুলে ধরেন।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বাংলাদেশ ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. তাজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সুরমা জাকারিয়া চৌধুরী। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান শেখ আলাউদ্দিন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সেমিনারে অংশ নেওয়া শিক্ষক–শিক্ষার্থীরা প্রধান বক্তার সঙ্গে উন্মুক্ত প্রশ্নোত্তরপর্বে অংশ নেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক–শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।