শাহবাগ মোড় থেকে সরানোর পর জাদুঘরের সামনে অবস্থান চাকরিপ্রত্যাশীদের

চাকরিপ্রত্যাশীরা শাহবাগ মোড়ে অবস্থান নিলে একপর্যায়ে তাঁদের সরিয়ে দেয় পুলিশ। এ সময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। আজ বুধবার দুপুরে
ছবি: প্রথম আলো

রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার দাবিতে আন্দোলনরত চাকরিপ্রত্যাশীরা। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ এই ব্যক্তিরা দীর্ঘদিন এ দাবিতে আন্দোলন করে আসছেন।

তাঁদের নিয়োগ দেওয়ার দাবিতে আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করতে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে রওনা হন। পুলিশ বাধা দিলে তাঁরা শাহবাগ মোড় অবরোধ করে বসে পড়েন। এতে ওই মোড় দিয়ে যান চলাচল বিঘ্নিত হয়। একপর্যায়ে পুলিশ তাঁদের সড়ক থেকে সরিয়ে দিলে তাঁরা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োগের দাবিতে শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেন চাকরিপ্রত্যাশীরা। আজ বুধবার সকালে
ছবি: প্রথম আলো

চাকরিপ্রত্যাশীরা অভিযোগ করেন, পুলিশ তাঁদের রাস্তা থেকে সরিয়ে দিতে লাঠিপেটা করেছে। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে এনটিআরসিএর নিবন্ধিত চাকরিপ্রত্যাশীরা (নারী-পুরুষ) শাহবাগ মোড়ে অবস্থান নেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে গেলে চারদিকে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ সরিয়ে দিতে গেলে শিক্ষার্থীদের সঙ্গে হাতাহাতি হয়। একপর্যায়ে পুলিশ শক্তি প্রয়োগ করে রাস্তা থেকে সরিয়ে দেয়। চাকরিপ্রত্যাশীরা বলছেন, এনটিআরসিএ নতুন গণবিজ্ঞপ্তির মাধ্যমে নতুন করে সুপারিশ করেছে, কিন্তু আগে যাঁরা এনটিআরসিএর নিবন্ধন পেয়েছেন, তাঁরা নিয়োগবঞ্চিত থেকে গেছেন। তাঁদের চাকরির জন্য সুপারিশ করা হচ্ছে না। বয়স না থাকার কারণে তাঁরা অন্য কোথাও আবেদনও করতে পারছেন না। তাঁদের নিয়োগ দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আন্দোলনকারীরা।

পুলিশের রমনা অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. বায়েজীদুর রহমান প্রথম আলোকে বলেন, চাকরিপ্রত্যাশীরা রাস্তায় অবস্থান নিলে যানজটের সৃষ্টি হয়। এ সময় তাঁদের প্রতিনিধির সঙ্গে ফোনে শিক্ষামন্ত্রীর কথা বলিয়ে দেওয়া হয়। বেলা দুইটার পর তাঁরা রাস্তা থেকে সরে জাতীয় জাদুঘরের কাছে ফুটপাতে অবস্থান নেন। রাস্তা থেকে সরিয়ে দিতে তাঁদের লাঠিপেটা করা হয়নি।