বাংলাদেশ মহিলা পরিষদের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মহিলা পরিষদের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় সংবাদ সম্মেলন করে সংগঠনটি
ছবি: সংগৃহীত

নতুন ধারার শক্তিশালী নারী আন্দোলন গড়ে তোলার আহ্বানের মধ্য দিয়ে আজ মঙ্গলবার বাংলাদেশ মহিলা পরিষদ তাদের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। এ উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় মহিলা পরিষদের সুফিয়া কামাল ভবন মিলনায়তনে ‘অন্তর্ভুক্তিমূলক সংগঠন গড়ি, নতুন সমাজ বিনির্মাণ করি’ শিরোনামে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

সংবাদ সম্মেলনে ঘোষণাপত্র পাঠ করেন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম। ঘোষণাপত্রে বলা হয়, বর্তমান শতাব্দীর নতুন ধারার সমাজ বিকাশে নারীদের জীবনে নতুন নতুন চ্যালেঞ্জ, নতুন চাহিদা এবং নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে নারীদের পরিবর্তিত চাহিদা ও সম্ভাবনাকে বিবেচনায় নিয়ে নতুন ধারার শক্তিশালী নারী আন্দোলন গড়ে তুলতে হবে।

স্বাগত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ মহিলা পরিষদের মতো স্বেচ্ছাসেবী সংগঠনের ৫৩ বছর ধরে কর্মকাণ্ড পরিচালনা করা অত্যন্ত গৌরবের। এই দীর্ঘ সময়ে নারী আন্দোলনকে সংঘটিত করে সংগঠনের পথচলা সরলরৈখিক ছিল না।

সঞ্চালকের বক্তব্যে সংগঠনের সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, নারীর জীবনে যতই সংকট থাক, তা ভেঙে এগিয়ে যেতে দৃঢ় অবস্থানে থাকাই নারীর চারিত্রিক বৈশিষ্ট্য। নারী তাঁর অধিকার প্রতিষ্ঠার দৃঢ়তা নিয়ে কীভাবে এগিয়ে যাবে, তা নারী আন্দোলনের ভাবনা হওয়া উচিত।