বাংলা ট্র্যাক গ্রুপের প্রতিষ্ঠাতা আমিনুল হকের ইন্তেকাল
বাংলা ট্র্যাক গ্রুপের প্রতিষ্ঠাতা ও গ্রুপ চেয়ারম্যান এবং প্রাইম ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল হক আজ বুধবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৯৪০ সালে তিনি জন্মগ্রহণ করেন।
দেশের বৃহৎ শিল্পগোষ্ঠীর মধ্যে একটি বাংলা ট্র্যাক গ্রুপ। প্রতিষ্ঠালগ্ন থেকে আমিনুল হক সমাজ ও ব্যবসায়িক জগতে অপরিমেয় সমর্থন ও অবদান রেখেছেন।
বিশিষ্ট এই শিল্পপতির মৃত্যুতে বাংলা ট্র্যাক গ্রুপ গভীর শোক প্রকাশ করে এবং তাঁর পরিবার, নিকটাত্মীয় ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে।