ইয়াবার মামলায় দুজনের যাবজ্জীবন

চট্টগ্রামে ইয়াবা বড়ি উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

২০২১ সালের ২৮ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গ্লাসকো ইন্ডাস্ট্রিজের সামনে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১৬ হাজার ৮০০ ইয়াবা বড়ি উদ্ধার করে র‍্যাব। গাড়িটির পেছনের চাকার সঙ্গে বিশেষ কৌশলে ইয়াবাগুলো লুকানো ছিল।

আজ সোমবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুঞাঁ এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. সালাউদ্দিন ও মো. জসিম।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ প্রথম আলোকে বলেন, আদালত ২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন আসামি সালাউদ্দিন। আর জামিনে গিয়ে পলাতক রয়েছেন জসিম।

আদালত সূত্র জানায়, ২০২১ সালের ২৮ আগস্ট ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের গ্লাসকো ইন্ডাস্ট্রিজের সামনে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১৬ হাজার ৮০০ ইয়াবা উদ্ধার করে র‍্যাব। গাড়িটির পেছনের চাকার সঙ্গে বিশেষ কৌশলে ইয়াবাগুলো লুকানো ছিল।

এ ঘটনায় চট্টগ্রাম নগরের আকবর শাহ থানায় করা মামলায় তদন্ত শেষে ২০২১ সালের ১৭ অক্টোবর দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। একই বছরের ১২ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ছয় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।