‘কালি ও কলম’ পুরস্কার পেলেন চার তরুণ

আইএফআইসি ব্যাংক ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার-২০২২’ হাতে পুরস্কারপ্রাপ্তরা
ছবি: সংগৃহীত

আইএফআইসি ব্যাংক ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার-২০২২’ পেয়েছেন চার তরুণ। ২০২২ সালে সাহিত্যের বিভিন্ন শাখায় বিশেষ অবদানের জন্য তাঁদের এই পুরস্কার দেওয়া হয়েছে। আজ শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুরস্কারপ্রাপ্ত চারজন হলেন কবির কল্লোল, মাসউদ আহমাদ, নিবেদিতা রায় ও মাহফুজ রহমান। কবিতা, কথাসাহিত্য,  প্রবন্ধ ও গবেষণা এবং শিশু-কিশোর সাহিত্য—এই চার ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে।

‘কালি ও কলম’ সাহিত্য শিল্প ও সংস্কৃতিবিষয়ক মাসিক পত্রিকা। সাহিত্যের সৃজনধারায় গতি সঞ্চারের উদ্দেশ্যে ২০০৮ সাল থেকে বাংলাদেশের নবীন কবি ও লেখকদের ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’ দিয়ে আসছে পত্রিকাটি। এ পর্যন্ত ৫৪ জন কবি ও লেখক এই পুরস্কার পেয়েছেন।

আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন কালি ও কলমের সম্পাদকমণ্ডলীর সভাপতি সৈয়দ মনজুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে পুরস্কার পাওয়া বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট চিত্রশিল্পী হাশেম খান। নতুন লেখকেরা আরও সৃষ্টি দিয়ে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করবে এবং পাঠকদের উজ্জীবিত করবে—এমন প্রত্যাশার কথা জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবারের বাছাই পর্বের বিচারক ইমদাদুল হক মিলন। এ ছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন কালি ও কলম সম্পাদক সুব্রত বড়ুয়া, প্রকাশক আবুল খায়ের এবং আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার।

আইএফআইসি ব্যাংক-নিবেদিত ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২২’ প্রদান উপলক্ষে এবার দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে ২৬ জানুয়ারি প্রথম পর্বের আয়োজন করা হয়।