অধ্যাপক ডা. তাহের খানের ইন্তেকাল

চিকিৎসক এম এ তাহের খান
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভাপতি চিকিৎসক এম এ তাহের খান (৮৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার সকাল ৭টা ৫০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

আজ বাদ আসর জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে তাহের খানের জানাজা অনুষ্ঠিত হয়। প্রবীণ এই চিকিৎসক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে শৌচাগারে তিনি পড়ে মাথায় আঘাত পান। এরপর এভারকেয়ার হাসপাতালে তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখার সভাপতি মুজিবুল হক খান প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে শৌচাগারে পড়ে গিয়ে তাহের খান মাথায় আঘাত পান। এরপর গত বৃহস্পতিবার থেকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তাঁর অস্ত্রোপচার হয়েছিল। আজ সকাল ৭টা ৫০ মিনিটে তিনি মারা যান।

অধ্যাপক তাহের খান চট্টগ্রাম মা ও শিশু জেনারেল মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং বাংলাদেশের প্রসূতি ও গাইনোকোলজিক্যাল সোসাইটির সভাপতি ছিলেন। প্রখ্যাত এই চিকিৎসকের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছে বিভিন্ন সংগঠন।