মহেশখালীতে হাতুড়ির আঘাতে আহত ব্যক্তির মৃত্যু, গ্রেপ্তার ৫

মহেশখালী উপজেলা ম্যাপ

কক্সবাজারের মহেশখালীতে ছুরি ও হাতুড়ির আঘাতে আহত হওয়ার আট দিন পর মারা গেছেন জসিম উদ্দিন (৪৮) নামের এক ব্যক্তি। গতকাল শুক্রবার বিকেলে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে ২ ফেব্রুয়ারি প্রতিবেশীদের হামলায় আহত হন তিনি। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় উপজেলার ধলঘাট ইউনিয়নের উত্তর সুতুরিয়া এলাকায় অভিযান চালিয়ে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জসিম উদ্দিন উত্তর সুতুরিয়া এলাকার বাসিন্দা ছিলেন। গত বৃহস্পতিবার তাঁর স্ত্রী ফিরোজা বেগম বাদী হয়ে মো. আরাফাতকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে মহেশখালী থানায় একটি মামলা করেন। মামলায় গ্রেপ্তার হন মো. আরাফাত (৩০), মো. জাফর (৫৩), মো. সোহেল (২৫), খুরশিদা বেগম (৪৭) ও কাজল রেখা (২৫)। তাঁরা সবাই সুতুরিয়া এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

মহেশখালী থানা-পুলিশের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে জসিম উদ্দিনের সঙ্গে তাঁর প্রতিবেশী মো. আরাফাতের বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে ২ ফেব্রুয়ারি সকালে ধলঘাট আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশ দিয়ে বাজারে যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালান। একপর্যায়ে প্রতিপক্ষের ছুরি ও হাতুড়ির আঘাতে গুরুতর আহত হন তিনি। পরে তাঁর আত্মীয়স্বজনেরা তাঁকে উদ্ধার করে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। গতকাল বিকেলে কক্সবাজার সদর হাসপাতালে মারা যান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে মহেশখালী থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মোহাম্মদ তাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরার জন্য পুলিশ নানাভাবে চেষ্টা করছে।