সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ শুক্রবার। সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। আলোচিত সংবাদগুলোর মধ্যে ছিল বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে কোথায় আঘাত হানতে পারে, সেই সংবাদটি। আরও ছিল কলকাতার নিউ টাউনের বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজীমকে হত্যা–সংশ্লিষ্ট খবরগুলো। এ ছাড়া আন্তর্জাতিক, রাজনীতি, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

সংসদ সদস্য আজীম হত্যায় মুম্বাই থেকে কসাই গ্রেপ্তার, জানালেন কীভাবে খুন

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) হত্যার ঘটনায় একজনকে বনগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম জিহাদ হাওলাদার। তিনি পেশায় কসাই। বিস্তারিত পড়ুন...

সিসিটিভি ফুটেজে ঘাতকদের ফ্ল্যাট থেকে স্যুটকেস নিয়ে বের হওয়ার দৃশ্য

কলকাতার যে ফ্ল্যাটে আনোয়ারুল আজীমকে হত্যা করা হয়েছে, সেই ফ্ল্যাটের বাইরে সিসি ক্যামেরা ধরা পড়া এই ফুটেজ সংগ্রহ করেছে কলকাতা পুলিশ
ছবি: ভিডিও থেকে নেওয়া

কলকাতার নিউ টাউনের যে ফ্ল্যাটে বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজীমকে হত্যা করা হয়েছে, সেই ফ্ল্যাট থেকে দুজনকে স্যুটকেস নিয়ে বের হতে দেখা গেছে। তাঁরাই আনোয়ারুল আজীমকে হত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত পড়ুন...

নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে কতটা শক্তিশালী হবে, কোথায় আঘাত হানতে পারে

ঘূর্ণিঝড়

বঙ্গোপসাগরে লঘুচাপ থেকে সৃষ্ট নিম্নচাপটি আজই গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি এখনো ঘূর্ণিঝড়ে রূপ নেয়নি। তবে তা যদি ঘূর্ণিঝড়ে রূপ নেয়, তবে এর গতিবেগ কত হতে পারে, সম্ভাব্য আঘাত হানার এলাকা ও সময় কোনটি হতে পারে, এটি কোন ধরনের ঘূর্ণিঝড় হতে পারে, সে সম্পর্কে ধারণা দিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদেরা। বিস্তারিত পড়ুন...

ভারতে মুসলমানদের সংখ্যা কি হিন্দুদের ছাড়িয়ে যাবে

চীনের পর বিশ্বে সবচেয়ে বেশি জনসংখ্যা ভারতে
ফাইল ছবি: রয়টার্স

সম্প্রতি ভারতে প্রকাশিত একটি প্রতিবেদনে বিশ্বের ১৬৭টি দেশের ৬৫ বছরের তথ্য ব্যবহার করে বিশ্বজুড়ে ধর্মীয় সংখ্যাগুরু ও সংখ্যালঘুর আনুপাতিক হার পরিবর্তনের চিত্র তুলে ধরা হয়েছে। এতে ভারতে হিন্দু ও মুসলমান জনসংখ্যা বৃদ্ধি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাস

বল হাতে ২১ রানে ২ উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। কিন্তু দলকে জেতাতে পারেননি
এক্স

জয়ের জন্য শেষ ওভারে যখন বাংলাদেশ দলের দরকার ১২ রান, হাতে মাত্র ১ উইকেট। যুক্তরাষ্ট্রের আলী খানের করা সেই ওভারের প্রথম দুই বলে এক বাউন্ডারিতে ৫ রান নিলেও তৃতীয় বলে স্কুপ করতে গিয়ে কট বিহাইন্ড বাংলাদেশের শেষ ভরসা রিশাদ হোসেন। আর তাতেই ইতিহাস গড়ে ফেলল যুক্তরাষ্ট্র। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন