ফ্রেশ বাতাস আর সজীব নিশ্বাসের নিশ্চয়তা দেবে স্মার্ট ব্র্যান্ডের এসি

এয়ার কন্ডিশনার বা এসি ব্যবহার একসময় সম্পূর্ণ বিলাসিতা মনে করা হলেও বর্তমানে এ যন্ত্রটি প্রয়োজনীয় পণ্যের তালিকায় নাম লিখিয়েছে। গরমে স্বস্তি পেতে এসির বিকল্প নেই। তাই ঘরের অন্যান্য প্রয়োজনীয় অনুষঙ্গ কেনার মতোই এসি কেনার সময় যাচাই-বাছাই করে কেনা উচিত। আর যাঁরা যাচাই-বাছাই করে পণ্য কেনেন, তাঁদের আস্থা অর্জন করেছে স্মার্ট ব্র্যান্ডের এসি। কারণ, স্মার্ট এসিতে রয়েছে এমন সব ফিচার, যা ঘরের তাপমাত্রা কমিয়ে গরমে সজীব নিশ্বাস ও আরামের অনুভূতি তৈরি করবে।

বাংলাদেশে জাপানের বিখ্যাত ব্র্যান্ড সনির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড। চমৎকার ও উদ্ভাবনী সব ফিচার-সংবলিত স্মার্ট এসি পূরণ করবে আপনার প্রয়োজনীয় সব চাহিদা।

বিশ্বজুড়ে এখন পরিবেশের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় স্মার্টের এসি সম্পূর্ণ পরিবেশবান্ধব। স্মার্ট এসিতে রয়েছে কিছু ব্যতিক্রমী ফিচার, যে কারণে স্মার্ট এসি হয়ে উঠেছে অন্য সব ব্র্যান্ডের এসি থেকে আলাদা। ‘ইকো ফ্রেন্ডলি’ ফিচার সংযোজনের কারণে পরিবেশের ওপর কোনো বিরূপ প্রভাব ফেলে না স্মার্ট এসি।

‘স্মার্ট’ ব্র্যান্ডের এসির বড় সুবিধা হচ্ছে, এর কমপ্রেসর মোটরটি প্রয়োজনমতো তার চলার গতি পরিবর্তন করতে পারে। এতে একটি সেন্সর থাকে, যা ঘরের তাপমাত্রার ওপর নির্ভর করে, কমপ্রেসর পুরোপুরি বন্ধ না করে মোটরটির চলার গতি কমিয়ে দেয়। ফলে বিদ্যুৎ খরচ কমে আসে।

স্মার্টের এসি খুব দ্রুত ঘরকে ঠান্ডা করে দেয়। কারণ, এতে রয়েছে ‘কুইক কুলিং’ টেকনোলজি, যা ঘরকে দ্রুত ঠান্ডা করার মাধ্যমে শীতল বাতাস প্রবাহিত করে। তাই গরমের অস্বস্তি কাটিয়ে স্মার্ট এসির শীতলতা গ্রাহককে দেবে হিম-স্বস্তি।
তা ছাড়া বারবার রিমোট দিয়ে তাপমাত্রা পরিবর্তনেরও প্রয়োজন নেই স্মার্ট ব্র্যান্ডের এই এসিতে। কারণ, স্মার্ট এসিতে রয়েছে ‘ভ্যারিয়েবল স্পিড কমপ্রেসর’, যা রুমের তাপমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয়ভাবেই তাপমাত্রাকে পরিবর্তন করতে পারে।

স্মার্ট এসিতে আরও রয়েছে ‘কোয়াইট অপারেশন’ সিস্টেম, যার কল্যাণে এসি প্রায় নিঃশব্দে দেবে তার সর্বোচ্চ প্রশান্তি। স্মার্ট এসিতে থাকা অত্যাধুনিক ফিচার গ্রাহককে কমফোর্ট অনুভূতি দিতে সক্ষম। ফোর ওয়ে সুইং, স্লিপ-টাইমার-টার্বো মোড ও মেমোরি ফাংশন—ব্যতিক্রমধর্মী সব ‘কমফোর্ট ফিচার’ গ্রাহকের এসি ব্যবহারের অভিজ্ঞতাকে আগের তুলনায় সমৃদ্ধ করবে।

ঘরকে ঠান্ডা রাখার পাশাপাশি দীর্ঘদিন নিশ্চিন্তে ব্যবহারের নিশ্চয়তা পাবেন স্মার্টের এসিতে। এতে রয়েছে ‘জেনুইন ফাইভ বা জি-ফাইভ নিশ্চয়তা’। ‘জি ফাইভ’ বলা হচ্ছে, কারণ এতে রয়েছে পাঁচ ধরনের সেবার নিশ্চয়তা।

এক. জেনুইন পণ্য। এই এসি টেকসই সব ম্যাটেরিয়াল দিয়ে প্রস্তুত।

দুই. জেনুইন দাম, যা আপনার সাধ্যের মধ্যেই সাধ পূরণ করবে।

তিন. জেনুইন সার্ভিস। অর্থাৎ এই এসি নিশ্চিত করবে আপনার কাঙ্ক্ষিত সেবা।

চার. জেনুইন প্যাশন। অর্থাৎ এ এসির প্রযুক্তি ও ডিজাইন খুবই আধুনিক।

পাঁচ. জেনুইন কেয়ার। এই এসি ব্যবহারকারীকে যথার্থ সেবাটি প্রদান করবে সংশ্লিষ্টরা।

এ ছাড়া স্মার্ট ব্র্যান্ডের এসিতে রয়েছে পাঁচ বছরের কমপ্রেসর ওয়ারেন্টি, দুই বছর স্পেয়ার পার্টস সার্ভিস ও পাঁচ বছরের বিক্রয়োত্তর সেবা।

স্মার্ট এসি মানেই ফ্রেশ বাতাস আর সজীব নিশ্বাসের নিশ্চয়তা এবং কষ্টের টাকায় শ্রেষ্ঠ পণ্য। দেশের যেকোনো সনি-স্মার্ট শোরুমে পাওয়া যায় স্মার্ট এসি। এ ছাড়া ঘরে বসেই অনলাইনে অর্ডার করতে ভিজিট করুন: www.sonysmart.com.bd

প্রসঙ্গত, দেশের আইসিটি পণ্যের বাজারে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। তথ্যপ্রযুক্তি পণ্যের ৮৫টি বৈশ্বিক ব্র্যান্ডের দেশীয় পরিবেশক তারা। ২০২১ সালে জাপানের বহুজাতিক প্রতিষ্ঠান সনি করপোরেশনের সঙ্গে বাংলাদেশের বাজারে সনির ইলেকট্রনিকস পণ্য ও পরিষেবা বাজারজাত করার অনুমোদন পায় স্মার্ট।

২০২২ সালের এপ্রিল থেকে সনি-স্মার্টের যাত্রা শুরু। এদিকে টিভি, এসি ও ওভেনের মতো কনজিউমার ইলেকট্রনিকস পণ্য বাজারজাতের পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তি আর নজরকাড়া ডিজাইনের এসি বাজারে এনেছে স্মার্ট। উন্নত মানের এসব এসি এরই মধ্যে পৌঁছে গেছে দেশের নানা প্রান্তে।