বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু হয়েছে, এটা বড় ডিজইনফরমেশন: নূরুল কবীর
বাংলাদেশে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা হয়েছে—এটা একটি অপতথ্য বা ডিজইনফরমেশন বলে মন্তব্য করেছেন নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর।
আজ শনিবার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন’–এর প্রথম দিনে ‘স্কেপটিসিজম অ্যান্ড কন্সপায়ারেসি: দ্য ডেঞ্জারস অব মিসইনফরমেশন অ্যান্ড ডিজইনফরমেশন’ শীর্ষক প্লেনারি সেশন ছিল। সেখানে তিনি এসব কথা বলেন।
নূরুল কবীর বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র রয়েছে বা বাংলাদেশ গণতান্ত্রিক দেশ বলাটা সবচেয়ে বড় ডিজইনফরমেশন। গণতান্ত্রিক সরকার উন্নয়ন করছে বলা হচ্ছে, কিন্তু এটা ডিজইনফরমেশন। কারণ, সঠিক নির্বাচনের মাধ্যমে, মানুষের ভোটের মাধ্যমে এ সরকার নির্বাচিত হয়নি। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়নি।’
ডিজইনফরমেশনের উদাহরণ টেনে নূরুল কবীর বলেন, ইরাকে ব্যাপক বিধ্বংসী অস্ত্র রয়েছে বলে দেশটিকে আক্রমণ করা এবং এর কারণে বহু মানুষ হতাহত হওয়া সাম্প্রতিক সময়ে ডিজইনফরমেশনের নিকৃষ্টতম উদাহরণগুলোর একটি।
গণমাধ্যমের অধিকারবিষয়ক আন্তর্জাতিক সংস্থা আর্টিকেল নাইনটিনের দক্ষিণ এশীয় অঞ্চলের সাবেক পরিচালক ফারুক ফয়সালের সঞ্চালনায় এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নেপালের পলিসি এন্টারপ্রাইজ ইংকের পরিচালক অনুরাগ আচার্য। এ ছাড়া চীনের ফুদান ইউনিভার্সিটির সেন্টার ফর আমেরিকান স্টাডিজ বিভাগের অধ্যাপক সুয়েহং সাই, জার্মানির জেনিথ ম্যাগাজিনের সম্পাদক লিও উইগার, কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পারভীন এফ চৌধুরী বক্তব্য দেন।
বক্তারা বিশ্বজুড়ে নির্বাচনী প্রক্রিয়ায় ডিজইনফরমেশন ও মিসইনফরমেশনের ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরেন। প্রান্তিক জনগোষ্ঠীর ওপর নির্যাতন এবং হামলা চালানো থেকে শুরু করে তাদের আরও প্রান্তিক জায়গায় ঠেলে দেওয়ার পেছনেও এসব অপ ও ভুল তথ্য ব্যবহৃত হয়।