ঢাকায় ইউএস ট্রেড শোতে আমেরিকান স্কিন কেয়ার ব্র্যান্ড ‘ব্লেইজ্ ও স্কিন’

দেশে প্রথমবারের মতো ইউএস ট্রেড শোতে অংশ নিয়েছে আমেরিকান স্কিন কেয়ার ব্র্যান্ড ‘ব্লেইজ্ ও স্কিন’। সম্প্রতি রাজধানীর সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী ট্রেড শোতে ‘ব্লেইজ্ ও স্কিন’–এর প্যাভেলিয়ন উদ্বোধন করেন যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্যমন্ত্রী অরুণ ভ্যানকাটারম্যান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্লেইজ্ ও স্কিন ব্র্যান্ডটির মনমাতানো সুবাস স্কিন কেয়ার প্রোডাক্টগুলোর জন্য বিখ্যাত। এই ব্র্যান্ডের প্রতিটি পণ্যের নিয়মিত ব্যবহার ত্বকের সৌন্দর্য নিশ্চিত করে, পাশাপাশি এর মনমাতানো সুঘ্রাণ ভোক্তাকে প্রতিদিনের রূপচর্চায় আরও উদ্বুদ্ধ করে। এই ব্র্যান্ডের শাওয়ার জেল লাইন আপে আছে স্ট্যারি নাইট, কোকোনাট ও রেইনবো ওয়েসিস।

বডি লোশন লাইন আপে আছে ট্রপিক্যাল ফ্রুট ও ক্ল্যাসি ফ্রেগরেন্সে সমৃদ্ধ অ্যাম্বার সানশাইন, মুন লাইট অরোরা। বডি জেলি লাইন আপে আছে লং লাস্টিং হাইড্রেটিং ইফেক্টযুক্ত দুটি প্রোডাক্ট— এন্ডলেস ওশান ও সামার স্মুদি।

এছাড়া বডি স্ক্রাব লাইন আপে আছে দুটি প্রোডাক্ট—কাম ক্লোজার ও ফেস স্ক্রাব ‘ব্রাশড টুগেদার।’ আরও আছে বার্চ ওয়াটার, হাইড্রো লাইজড রাইস প্রোটিন ও ভিটামিন–ই সমৃদ্ধ ক্লাড ফেস ক্রিম, ‘ওহ! ভ্যানিলা’। এছাড়াও এই ব্র্যান্ডে আছে হোয়াইট  ফেস মাস্ক ‘নো কম্প্রোমাইজ’ স্লিপিং মাস্ক।