জেনেভায় বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি সুফিউর রহমান

মোহাম্মদ সুফিউর রহমান
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ সুফিউর রহমানকে জেনেভায় জাতিসংঘের দপ্তরগুলোয় বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ করেছে সরকার। এ দায়িত্বের পাশাপাশি তিনি সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন।

রোববার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিসিএস ৯ম ব্যাচের (পররাষ্ট্র ক্যাডার) কর্মকর্তা মোহাম্মদ সুফিউর রহমান অস্ট্রেলিয়ার আগে মিয়ানমার ও শ্রীলঙ্কায় রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন। পেশাদার কূটনৈতিক হিসেবে তিনি দিল্লি, জেনেভা ও ইসলামাবাদে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন। এ ছাড়া কাঠমান্ডুতে সার্ক সচিবালয়ে পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি।

মোহাম্মদ সুফিউর রহমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।