থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে কনসার্ট ও নাচ-গান না করার অনুরোধ র‍্যাবের

র‍্যাবছবি: র‍্যাবের ফেসবুক পেজ থেকে নেওয়া

নতুন বছর উদ্‌যাপন উপলক্ষে জনবহুল স্থান, খোলা জায়গা বা বাসার ছাদে ও উড়ালসড়কে (ফ্লাইওভার) কনসার্ট ও নাচ-গানের আয়োজন করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে র‌্যাব। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাবের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়। এর আগে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক গণবিজ্ঞপ্তিতে অনুমতি ছাড়া উন্মুক্ত স্থানে অনুষ্ঠান, সভা-সমাবেশ, গণজমায়েত, নাচ, গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যালি ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করে।

র‌্যাব জানিয়েছে, নতুন বছর উদ্‌যাপনে নিরাপত্তা নিশ্চিত করতে তারা গতকাল থেকে দায়িত্বপূর্ণ এলাকার উল্লেখযোগ্য ভেন্যু ও তার পার্শ্ববর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি এবং নিরাপত্তা টহল বৃদ্ধি করেছে। আগামীকাল পর্যন্ত সারা দেশে পর্যাপ্তসংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন থাকবেন।

যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোয় প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। এ ছাড়া নিরাপত্তা টহল বৃদ্ধি করে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। র‌্যাবের সাইবার মনিটরিং টিম অনলাইনে সাইবার নজরদারির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত অব্যাহত রেখেছে।

র‌্যাবের আরও নিরাপত্তাব্যবস্থা

ঢাকা মহানগর এলাকার গুলশান, বনানী, বারিধারা, উত্তরা, ধানমন্ডি, মিরপুরসহ অন্যান্য এলাকায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, অভিজাত হোটেল ও ক্লাব, বার–অধ্যুষিত এলাকায় আগে থেকেই গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে র‌্যাব। কক্সবাজার, কুয়াকাটাসহ সব পর্যটন এলাকায় নতুন বছর উদ্‌যাপন উপলক্ষে লোকসমাগম নিয়ন্ত্রণ ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে র‌্যাব।

খ্রিষ্টীয় নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে পটকা, আতশবাজিসহ আগুন দ্বারা পরিচালিত ফানুস ওড়ানো থেকে বিরত থাকতে বলেছে র‍্যাব। তারা বলেছে, আতশবাজি, পটকা ফোটানো বা ফানুস ওড়ানো বন্ধ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসানো হয়েছে।

র‌্যাব জানিয়েছে, ভিভিআইপি/ভিআইপি, বিদেশি কূটনৈতিক মিশনের কর্মকর্তাসহ বিভিন্ন মেগা প্রকল্পে কর্মরত ও বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের এলাকায় গুরুত্বের সঙ্গে নিরাপত্তা বিধান জোরদার করা হয়েছে।

আরও পড়ুন

বঙ্গভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার কার্যালয়সহ সব গুরুত্বপূর্ণ স্থাপনা ও কেপিআইয়ের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে র‌্যাবের গোয়েন্দা নজরদারির পাশাপাশি টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। র‌্যাবের বম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড টিম ও ক্রাইম সিন ভ্যানকে প্রস্তুত রাখা হয়েছে।

র‌্যাব আরও জানিয়েছে, নতুন বছর উদ্‌যাপন উপলক্ষে যেকোনো ধরনের উচ্ছৃঙ্খলতা, মাদকাসক্ততা প্রতিরোধকল্পে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উচ্চস্বরে গাড়ির হর্ন বাজানো ও বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরসাইকেল চালানো থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের কঠোরভাবে বিরত রাখার ব্যবস্থা নেওয়া হচ্ছে।