ফিলিস্তিনে ৭০ বছর ধরে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। গাজায় হামাস নির্মূলের অভিযানের নামে ফিলিস্তিনি নারী, শিশু ও বৃদ্ধদের হত্যা করা হচ্ছে। অসংখ্য মানুষ বাস্তুহারা হয়েছে। ইসরায়েলের হামলার কারণে লাখ লাখ মানুষ অবর্ণনীয় কষ্টের মধ্যে রয়েছে। মার্কিন সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ মদদ ছাড়া এই বর্বরতা চলছে।
শুক্রবার বিকেলে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ‘ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা ও আগ্রাসনের বর্ষপূর্তির এবং ভারতে চলমান মাওবাদী নির্মূলীকরণ অপারেশন কাগার’—শীর্ষক এই সভার আয়োজন করে নয়া গণতান্ত্রিক গণমোর্চা।
আলোচনা সভায় বক্তারা অবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের আহ্বান জানান।
লেবাননে ইসরায়েলের হামলার প্রতিবাদও জানান তাঁরা। একই সঙ্গে ভারতে জনগণের ‘পক্ষের শক্তি’ মাওবাদীদের নির্মূলীকরণ অভিযানের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ‘অপারেশন কাগার’ বাতিল করার আহ্বান জানানো হয়।
আয়োজক সংগঠনের সভাপতি জাফর হোসেনের সভাপতিত্বে ও সহসভাপতি বিপ্লব ভট্টাচার্যের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন অধ্যাপক আনু মুহাম্মদ, শহীদ বিপ্লবী ও দেশপ্রেমিক স্মৃতি সংসদের সভাপতি হাসান ফকরী, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী পরিষদের সাধারণ সম্পাদক হারুন-উর-রশিদ, জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফায়জুল হাকিম, জ্বালানিবিশেষজ্ঞ বিপি রহমতুল্লাহ, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান এবং বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি তাওফিকা প্রিয়াসহ অনেকে।