ইলেক্ট্রায় চলছে ‘ঈদের হাট ঈদের খুশি, অফার আছে বেশি বেশি’ ক্যাম্পেইন

কয়েক বছর আগেও নিম্নমধ্যবিত্ত পরিবারের একটি ফ্রিজ কেনা মানেই ছিল একধরনের উৎসবের আমেজ। সময় বদলেছে, একসময়ের বিলাসী পণ্যটি এখন মানুষের হাতের নাগালে চলে এসেছে। এখানে ইলেকট্রনিকস কোম্পানিগুলোর সদিচ্ছা বড় ভূমিকা পালন করেছে। এখন রেফ্রিজারেটরের বাজার বড় হওয়ায় ঈদের সময়টার পাশাপাশি বছরজুড়েই রেফ্রিজারেটর বিক্রি বেশ ভালো হচ্ছে। ক্রেতাদের চাহিদা ও ব্যবহারবিধির কথা বিবেচনা করে শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল বাজারে নিয়ে এসেছে ‘রক গ্লাস সাইড–বাই–সাইড’ রেফ্রিজারেটর। আধুনিক সব ফিচারসমৃদ্ধ এই রেফ্রিজারেটর সব ধরনের ক্রেতাদের চাহিদা পূরণ করবে।

প্রিমিয়াম কোয়ালিটির রক গ্লাস ডোর ও ‘লং রিচেসড হ্যান্ডেল’ হওয়ায় যেকোনো মডার্ন কিচেন/ঘরের ইন্টেরিয়রের সঙ্গে মানানসই। যা ঘরের সৌন্দর্য বাড়িয়ে দেবে। ইলেক্ট্রার রেফ্রিজারেটরে ব্যবহার করা হয়েছে হাই এফিশিয়েন্ট ফোমিং টেকনোলজি (এইচইএফটি), যা ফ্রিজের দরজা এবং সম্পূর্ণ বডির পুরুত্ব কমিয়ে ভেতরের ধারণক্ষমতা বৃদ্ধি করে। যার কারণে এতে অন্যান্য রেফ্রিজারেটরের তুলনায় অধিক খাবার সংরক্ষণ করা যায়। এতে থাকা বিভিন্ন মোডের কল্যাণে ভিন্ন ভিন্ন পারফরম্যান্স দেয়। যেমন নরমাল মোডে রেফ্রিজারেটরের ফ্রিজ অংশ ৫ ডিগ্রি সেলসিয়াস ও ফ্রিজার অংশ মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াসে চলে। হলিডে মোডে রেফ্রিজারেটরের ফ্রিজ পার্টটি ৬ ডিগ্রি সেলসিয়াস এবং ফ্রিজার পার্টটি মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াসে থাকে। ইলেক্ট্রা রেফ্রিজারেটরে থাকা ‘ইনভার্টার টেকনোলজি’ স্বয়ংক্রিয়ভাবে ভেতরের কুলিং সিস্টেমকে তার চাহিদা অনুযায়ী ভারসাম্যপূর্ণ রাখে। এ ছাড়া ইনভার্টার ফ্রিজের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়, শব্দের পরিমাণ কমায় এবং কম্প্রেসরের দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করে।

ইলেক্ট্রা রেফ্রিজারেটরের কন্ট্রোল সিস্টেম এর বাইরে থাকায় ফ্রিজটি না খুলে সহজেই নিয়ন্ত্রণ করা যায়। ফ্রিজ খোলা হয় না বলে ঠান্ডা বাতাসও বের হয় না। এর মাইক্রো কম্পিউটার কন্ট্রোল সিস্টেম ফ্রিজ এবং ফ্রিজার অংশ সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। ভুলবশত দরজা খোলা রাখলে বা সম্পূর্ণ বন্ধ না হলে ১ মিনিটের মধ্যে ডোর ওপেনিং অ্যালার্ম ফাংশনটি সতর্ক করে দেবে। ‘চাইল্ড লক অপশন’–এর মাধ্যমে রেফ্রিজারেটরের কন্ট্রোলিং সিস্টেমকে লক করে রাখা যায়। তাই অনাকাঙ্ক্ষিত বা ভুলবশত কোনো ঘটনা থেকে পরিবারকে রাখে নিরাপদ। ‘অটোমেটিক ডিফ্রস্টিং ফাংশন’টি স্বয়ংক্রিয়ভাবে ফ্রিজার ডিফ্রস্ট করার ফ্রিকোয়েন্সি এবং সময় নিয়ন্ত্রণ করে। তাই ফ্রিজারটি কখনোই ম্যানুয়ালি ডিফ্রস্ট করতে হবে না। ইলেক্ট্রা রেফ্রিজারেটর পরিষ্কারেও রয়েছে বাড়তি সুবিধা। দরজার প্রতিটি তাক (সেলফ) সহজেই আলাদা করে খুলে পরিষ্কার করা যায়। এর ভেতরের প্রতিটি তাক টেমপার্ড গ্লাস হওয়ায় অনেক বেশি ওজন ধরে রাখতে সক্ষম। প্রতিটি তাকে উন্নত মানের লক থাকায় খুলে পড়ে ভেঙে যাওয়ার কোনো আশঙ্কা নেই।

কোরবানির ঈদ সামনে রেখে ইলেক্ট্রাতে চলছে ‘ঈদের হাট ঈদের খুশি, অফার আছে বেশি বেশি’ শিরোনামে বিশেষ ক্যাম্পেইন। ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল থেকে যেকোনো পণ্য কিনে স্ক্র্যাচ কার্ড ঘষে বুঝে নিন ক্যাশব্যাক, ঢাকা-কক্সবাজার-ঢাকা এয়ার টিকিট, ইস্তাম্বুল ট্যুর প্যাকেজসহ আকর্ষণীয় সব উপহার। অফারটি চলবে ৩০ জুন ২০২৪ পর্যন্ত। ১২ মাসের সহজ কিস্তিতে পণ্য ক্রয়ের সুযোগ ছাড়াও রয়েছে ৬ মাসে নগদ মূল্য পরিশোধের সুবিধা। পাশাপাশি সর্বনিম্ন মাসিক ১০ হাজার টাকা কিস্তিতে সাইড–বাই–সাইড রেফ্রিজারেটর ক্রয় করার বাড়তি সুবিধা তো আছেই। রেফ্রিজারেটর ছাড়াও টিভি, এসি, ওয়াশিং মেশিনসহ ইলেক্ট্রার

অন্যান্য পণ্য সারা দেশ থেকে ক্রয় করতে ভিজিট করুন:
www.electrabd.com। এ ছাড়া ফেসবুক পেজ (facebook.com/electraint) থেকেও ইলেক্ট্রার যেকোনো পণ্য অর্ডারের সুযোগ রয়েছে।