ভুল তথ্যে প্ররোচনায় পড়ে র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা, দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম
ফাইল ছবি

ভুল তথ্যের ভিত্তিতে প্ররোচনায় পড়ে যুক্তরাষ্ট্র র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আজ মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন।

ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশের কথা তুলে ধরে শাহরিয়ার আলম বলেন, গত ১০ ডিসেম্বর তারিখটা বিএনপি সুনির্দিষ্টভাবে বেছে নিয়েছিল। কারণ, ২০২১ সালের ১০ ডিসেম্বর ভ্রান্ত তথ্য, ভুল তথ্যের ভিত্তিতে প্ররোচনায় পড়ে র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। বিএনপি ভেবেছিল, তারা আরেকটি নিষেধাজ্ঞা আদায় করতে পারবে। বিএনপির সেই পরিকল্পনা মাঠে মারা গেছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, করোনার কারণে ২০২১ সালের ডিসেম্বরের আগে ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় সরাসরি যুক্তরাষ্ট্রে সফর না হলেও গত এক বছরে অন্তত ১৫ থেকে ২০টি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে উচ্চপর্যায়ে।

আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্য কামরুল ইসলাম বলেন, ন্যাড়া একবারই বেলতলায় যায়। কোনো অবস্থাতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় ফিরে যাওয়া যাবে না। তত্ত্বাবধায়ক সরকারের রূপ মানুষ দেখেছে।

ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য মোস্তফা লুৎফুল্লাহ বলেন, দুর্নীতির দায়ে দণ্ডিত লন্ডনে পলাতক নেতার নেতৃত্বে জনগণ রাস্তায় নামবে, এটা আশা করা ভুল। খালেদা জিয়া, তারেক রহমান—দুজনই দুর্নীতির দায়ে দণ্ডিত। তাদের রাষ্ট্র মেরামতের আগে নিজেদের দুর্নীতি, অপকর্ম মেরামত করা দরকার।

২০১৪ সালের নির্বাচনের আগে বিএনপি–জামায়াতের আন্দোলনের কথা তুলে ধরে মোস্তফা লুৎফুল্লাহ বলেন, ওই সময় তাঁর নির্বাচনী এলাকায় ১৬ জন নিহত হয়েছিলেন। সে সময় যে নৃশংসতা হয়েছিল, তিনি এলাকায় কৈফিয়ত দিতে পারেন না। কারণ, এখন পর্যন্ত একটি বিচারও শেষ হয়নি।

রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ ছাড়ের দাবি জানিয়ে মোস্তফা লুৎফুল্লাহ বলেন, এটি না হলে নির্বাচনী এলাকায় বিরূপ প্রতিক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।