সংসদীয় আসনের সীমানা নিয়ে শুনানি শুরু ৩ মে

নির্বাচন কমিশন
ফাইল ছবি

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়ার ওপর আসা দাবি-আপত্তিগুলো নিয়ে আগামী ৩ মে থেকে শুনানি শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। শুনানি চলবে চার দিন।

আজ মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এই তথ্য জানান। এর আগে নির্বাচন কমিশনের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়।

দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে গত ২৬ ফেব্রুয়ারি ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করেছিল ইসি। তবে খসড়ায় আসনগুলোর বর্তমান সীমানাই বহাল রাখা হয়। নতুন প্রশাসনিক এলাকা (উপজেলা ও ওয়ার্ড) সৃষ্টি হওয়ায় শুধু ছয়টি সংসদীয় আসনে পরিবর্তন এসেছে। তবে তাতে কোনো আসনের বর্তমান সীমানার পরিবর্তন হয়নি। শুধু নতুন প্রশাসনিক এলাকার নাম যুক্ত হয়েছে।

ইসির প্রকাশিত খসড়া নিয়ে কারও দাবি আপত্তি থাকলে তা ১৯ মার্চের মধ্যে জানাতে বলা হয়েছিল।

ইসি সূত্র জানায়, নির্ধারিত সময়ে ৩৮টি সংসদীয় আসন থেকে মোট ১৮৬টি আবেদন পাওয়া যায়। এর মধ্যে সীমানা বহালের পক্ষে ৬০টি ও সীমানা পরিবর্তন চেয়ে আবেদন পড়ে ১২৬টি।

ইসি সচিব জাহাংগীর আলম বলেন, কুমিল্লা অঞ্চলের আবেদনগুলোর শুনানি হবে ৩ মে। রাজশাহী অঞ্চলের আসনগুলো নিয়ে আবেদনের শুনানি হবে ৭ মে। ঢাকা, ময়মনসিংহ ও ফরিদপুর অঞ্চলের আবেদনের শুনানি হবে ১১ মে এবং বরিশাল, খুলনা ও চট্টগ্রাম অঞ্চলের আবেদনগুলো নিয়ে শুনানি হবে ১৪ মে। আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনাররা আবেদনগুলো শুনবেন।

ইসি সূত্র জানায়, ইসি সারা দেশকে ১০টি অঞ্চলে ভাগ করে কার্যক্রম পরিচালনা করে। এর মধ্যে রংপুর ও সিলেট অঞ্চলে কোনো দাবি-আপত্তি আবেদন পড়েনি। সীমানার পক্ষে-বিপক্ষে আবেদনের মধ্যে কুমিল্লা অঞ্চলে সর্বোচ্চ ৮৪টি, রাজশাহীতে ৪৩টি আবেদন রয়েছে। এ ছাড়া বরিশালে ২৯টি, ঢাকায় ১৮টি, খুলনা ও ফরিদপুর অঞ্চলে ৫টি করে এবং ময়মনসিংহ ও চট্টগ্রাম অঞ্চলে ১টি করে আবেদন রয়েছে। দাবি-আপত্তির আবেদন নিয়ে শুনানি শেষে আগামী জুনের মধ্যে ৩০০ সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করা হবে।