প্রিয় সম্পর্কগুলো উদ্‌যাপনের গল্প নিয়ে ‘সেভেনআপ’-এর রমজান ক্যাম্পেইন

পবিত্র রমজান মাস উপলক্ষে জনপ্রিয় কোমল পানীয় ব্র্যান্ড ‘সেভেনআপ’ নিয়ে এসেছে নতুন ক্যাম্পেইন। রমজান মাসে ইফতারের সঙ্গে থাকার আর সবাইকে আপন করে নেওয়ার মুহূর্তগুলোকে ঘিরে সাজানো হয়েছে ক্যাম্পেইনটি।

সেভেনআপের এই টিভি বিজ্ঞাপনে পবিত্র রমজানের শুদ্ধতা ও সবাইকে আপন করে নেওয়ার নানা মুহূর্ত দেখানো হয়েছে। ইফতারের প্রস্তুতি থেকে শুরু করে ইফতারে পরিবার-প্রিয়জন-বন্ধুরা কীভাবে কাছে আসে, চমৎকারভাবে সেই গল্প উপস্থাপন করা হয়েছে।

বিজ্ঞাপনের গল্পে দেখানো হয়েছে, ইফতারে বিরিয়ানি বা শিক কাবাব যেটাই থাকুক, সব আইটেমের স্বাদই বেড়ে যায় রিফ্রেশিং সেভেনআপের সঙ্গে। দর্শকেরা আরও দেখতে পাবেন, মা-খালাদের ইফতারের আগে কিছুটা বিশ্রাম দিতে কাজিনরা হঠাৎ করেই রান্নাঘরের সব দায়িত্ব নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে। এই বিজ্ঞাপনের মাধ্যমে বলা হয়েছে, সেভেনআপ শুধু ইফতার–মুহূর্তকে রিফ্রেশিংই করছে না, মুহূর্তগুলোকে আরও স্পেশাল, আরও মেমোরেবল করে তুলছে।

রমজান ক্যাম্পেইন নিয়ে পেপসিকো বাংলাদেশ অঞ্চলের অ্যাসোসিয়েট ডিরেক্টর অনুজ গোয়েল বলেন, ‘সবাই যখন পবিত্র রমজানকে স্বাগত জানাচ্ছে, তখন টিভি বিজ্ঞাপনটির মাধ্যমে আমরা সবাইকে আপন করে রমজানের খুশি ভাগাভাগি করে নেওয়ার গল্প বলছি। শুধু পাশাপাশি বসে ইফতার করাই নয়, ইফতারের প্রিপারেশনেও সঙ্গে থাকার অর্থাৎ রমজান যে সবাইকে আরও কাছে আনে—এই গল্পই টিভি বিজ্ঞাপনটিতে সুন্দরভাবে ফুটে উঠেছে। আশা করছি, দর্শকেরা বিজ্ঞাপনটি উপভোগ করবেন আর ইফতার আয়োজনে পছন্দের পানীয় হিসেবে বেছে নেবেন সেভেনআপ।’

পবিত্র রমজানের নতুন ক্যাম্পেইনটি সম্পর্কে ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের বিপণনপ্রধান শরফুদ্দীন ভুঁইয়া শ্যামল বলেন, ‘প্রতিবছরই আমরা রমজানকে নিয়ে তৈরি করি নতুন ও রিফ্রেশিং কিছু। সেদিক থেকে এ বছরের বিজ্ঞাপনটি আমার খুব কাছের, মহল্লার ভেতর ইফতার শেয়ারের দৃশ্যটা আমাকে নিয়ে যায় আমার ছোটবেলায়। পরিবার-প্রিয়জনদের সঙ্গে ইফতার সব সময়ই সবার জন্য স্পেশাল, আর সেটিই আমরা বিজ্ঞাপনটিতে দেখাতে চেয়েছি। আমার মতোই দর্শকেরাও এই বিজ্ঞাপনে নিজেদের স্মৃতিগুলোকে খুঁজে পাবে বলেই আমার বিশ্বাস।’

নতুন বিজ্ঞাপনটি টিভি, ডিজিটাল, আউটডোর, বিলবোর্ড এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হবে। সেভেনআপ সিঙ্গেল ও মাল্টিসার্ভ প্যাক পাওয়া যাচ্ছে দেশের সব সুপারস্টোর, রিটেইল আউটলেটসহ শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্মগুলোয়ও। বিজ্ঞপ্তি