জেএমবি চট্টগ্রামের সাবেক কমান্ডারসহ চার জঙ্গির বিরুদ্ধে মামলার রায় ৯ মে

আদালত
প্রতীকী ছবি

জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) চট্টগ্রাম জেলার সাবেক কমান্ডার এরশাদ হোসাইন ওরফে মামুনসহ চার জঙ্গির বিরুদ্ধে করা একটি বিস্ফোরক মামলার রায় হবে আগামী ৯ মে। আজ মঙ্গলবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুঁঞা যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের জন্য এই দিন ধার্য করেন।

এরশাদ ছাড়া বাকি তিন জঙ্গি হলেন জেএমবি সদস্য বুলবুল আহমেদ, মো. সুজন ও মাহাবুবুর রহমান। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ প্রথম আলোকে বলেন, নগরের আকবরশাহ থানার একটি বিস্ফোরক মামলায় যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য ৯ মে দিন ধার্য করেছেন। যুক্তিতর্ক শুনানিতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেছেন।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ২৩ মার্চ নগরের আকবরশাহ থানার এনআর স্টিল মিলের সামনের একটি ভাড়া করা ঘরে অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য, বোমা তৈরির সরঞ্জাম, বইসহ এরশাদকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানের সময়ে অন্য আসামিরা পালিয়ে যান। এই ঘটনায় আকবরশাহ থানায় মামলা হয়।

সূত্র বলছে, ২০১৫ সালের শেষের দিকে নগরের কর্ণফুলী থানায় এক জঙ্গি অভিযানে বুলবুলসহ তিন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আকবরশাহ থানার বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২০১৬ সালের এপ্রিলে আকবরশাহ থানা-পুলিশ ওই চারজনের বিরুদ্ধে আদালতে সম্পূরক অভিযোগপত্র দেয়।