বঙ্গবন্ধু, বঙ্গমাতা এবং প্রধানমন্ত্রীর নামে কোরবানি দিলেন কৃষক দম্পতি

ঈদুল আজহায় প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য তিন বছরের বেশি সময় ধরে লালন-পালন করেন কৃষক বুলবুল আহমেদ ও তাঁর স্ত্রী ইসরাত জাহান
ফাইল ছবি: বাসস

ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া উপহারের গরুটি কোরবানি দিয়েছেন কিশোরগঞ্জের কৃষক বুলবুল আহমেদ ও তাঁর স্ত্রী ইসরাত জাহান। প্রধানমন্ত্রীর নির্দেশ মতো মাংস স্থানীয় দরিদ্রদের মধ্যে বিতরণ করেন এই দম্পতি।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে গরুটি কোরবানি দেওয়া হয়।

বুলবুল ও ইসরাত দম্পতি ২০২০ সালে নেত্রকোনা থেকে আড়াই লাখ টাকায় ক্রস ব্রাহ্মা জাতের গরুটি কিনেছিলেন। এরপর ঈদুল আজহায় প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য তিন বছরের বেশি সময় ধরে লালন-পালন করেছিলেন। বুলবুলের মা-বাবা ও তাঁর স্ত্রী ইসরাত জাহানের মা-বাবার নামেও কোরবানি দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান জাহিদ তুষার সাংবাদিকদের জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশমতো গরুটি কোরবানি করে দরিদ্রদের মধ্যে মাংস বিতরণ করা হয়েছে। কোরবানির গরুটি থেকে প্রায় ৫৬৫ কেজি মাংস পাওয়া গেছে।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুনের উপস্থিতিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ও সুখিয়া ইউনিয়নের ১৬৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে গরুর মাংস বিতরণ করা হয়।

মশিউর রহমান হুমায়ুন ৯ জুন সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে বুলবুল আহমেদ ও ইশরাত জাহানের গরু পালনের কথা জানান। এটা শুনে প্রধানমন্ত্রী অভিভূত হন ও উপহার হিসেবে গরুটি গ্রহণ করতে রাজি হন। তিনি এই দম্পতিকে ধন্যবাদও জানান।

বুলবুলের ভাষ্য, তিনি এবং তাঁর স্ত্রী ইশরাত জাহান আওয়ামী লীগ সরকারের চালু করা ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্প থেকে ঋণ নিয়ে স্বল্প সঞ্চয় থেকে প্রধানমন্ত্রীর জন্য এই গরু কিনেছেন। বুলবুল বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার প্রতি অনুরাগ ও ভালোবাসা থেকেই আমরা গরুটি কিনে লালন-পালন করেছি।’ উপহার গ্রহণ করায় এই দম্পতি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।