ঋণের টাকা নিয়ে বাগ্বিতণ্ডা, ছুরিকাঘাতে প্রাণ গেল নারী এনজিও কর্মীর
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চম্পা চাকমা (২৬) নামের এক নারীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। তিনি বেসরকারি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) পদক্ষেপের রাঙ্গুনিয়ার হোছনাবাদ শাখার সহকারী ব্যবস্থাপক (ঋণ) হিসেবে কর্মরত ছিলেন।
গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ধামাইরহাট বাজারে চম্পা চাকমাকে ছুরিকাঘাত করা হয়। তাঁর বাড়ি রাঙামাটি জেলার বন্দুকভাঙা এলাকায়।
পুলিশ সূত্র জানায়, উপজেলার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়া এলাকার জাহেদা বেগম নামের এক নারী সম্প্রতি পদক্ষেপ থেকে ঋণ নেন। ঋণের সাপ্তাহিক কিস্তির টাকা দিতে গড়িমসি করছিলেন তিনি। বিষয়টি নিয়ে চম্পা চাকমার সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। এর জেরে রাতে পদক্ষেপের শাখা কার্যালয় থেকে বের হওয়ার সময় জাহেদার ছেলে এনামুল হক চম্পার শ্বাসনালিতে ছুরিকাঘাত করেন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুব মিলকী প্রথম আলোকে বলেন, এ ঘটনায় নিহত চম্পা চাকমার দুলাভাই সোহেল চাকমা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। খুনিকে গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।