ঢাকায় যাত্রাবাড়ীর সায়েদাবাদে দারুল হিকমাহ ইসলামিয়া মাদ্রাসার ছয়তলার ছাদ থেকে পড়ে ১০ বছর বয়সী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম মাসুম বিল্লাহ (১০)। সে ওই মাদ্রাসার নুরানী বিভাগের ছাত্র ছিল। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ নুরুল হুদা তুহিন।
মাদ্রাসার অধ্যক্ষ বলেন, গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দুপুর পৌনে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সকালে শ্রেণিকক্ষে পাঠদানের পর শিক্ষার্থীদের ঘুমানোর জন্য বিরতি দেওয়া হয়। কিছুক্ষণ পর মাদ্রাসার ছয়তলার ছাদ থেকে নিচে পড়ে গেলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
অধ্যক্ষ নুরুল হুদা প্রথম আলোকে বলেন, মাসুম বিল্লাহ এ মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী ছিল না। কিন্তু সকালে এসে সারা দিন মাদ্রাসায় থাকত। সে মাদ্রাসার ছেলেদের সঙ্গে ঘুমাত। কিন্তু আজ সে না ঘুমিয়ে ছাদে গেল কীভাবে, সেটি সিসি ক্যামেরার ফুটেজ দেখে জানতে হবে।
মাসুমের বাবা রেজাউল করিম পেশায় গাড়িচালক। গ্রামের বাড়ি মাদারীপুর সদরে। তাঁরা সায়েদাবাদ এলাকাতেই থাকেন। মাসুমের মা মঞ্জিলা বেগম বলেন, সকালে তিনি ছেলেকে মাদ্রাসায় দিয়ে বাসায় ফিরে আসেন। পরে খবর পান ছাদ থেকে পড়ে মাসুম গুরুতর আহত হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, মাসুমের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা–পুলিশকেও জানানো হয়েছে।