নির্বাচনী এলাকাকে সন্ত্রাসীদের অভয়ারণ্য বানিয়েছেন শামীম, অভিযোগ এ কে আজাদের

ফরিদপুরে ঝিলতুলী এলাকায় আজ বুধবার দুপুরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন এ কে আজাদছবি: প্রথম আলো

আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের বিরুদ্ধে ফরিদপুর-৩ (সদর) আসনের নির্বাচনী এলাকাকে সন্ত্রাসীদের অভয়ারণ্য বানানোর অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। তিনি বলেছেন, পরিস্থিতি এমন পর্যায়ে ঠেকেছে যে নির্বাচনের মাঠে টিকে থাকা কঠিন হয়ে গেছে।

ফরিদপুরে ঝিলতুলী এলাকায় আজ বুধবার দুপুরে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ কে আজাদ এসব কথা বলেন।

ফরিদপুরের এই আসনে ঈগল প্রতীক নিয়ে লড়ছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ। তিনি বলেন, ১৮ ডিসেম্বর নির্বাচনী প্রচার শুরুর পর থেকে ৯ দিনে তাঁর নেতা-কর্মী ও সমর্থকদের ওপর ১৯টি হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় থানায় ৫টি মামলা ও ১৩টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এ কে আজাদ বলেন, হামলার ঘটনাগুলোয় বিচ্ছিন্নভাবে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে। তবে প্রশাসন থেকে আশানুরূপ সাড়া পাওয়া যাচ্ছে না।

সংবাদ সম্মেলনে এ কে আজাদের দুই পাশে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সুবল চন্দ সাহা, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগের বর্তমান সহসভাপতি ফারুক হোসেন, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক প্রমুখ।

নৌকার প্রার্থীর বিরুদ্ধে ক্রমাগত আচরণবিধি ভাঙার অভিযোগ করে এ কে আজাদ বলেন, ‘আমাদের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে আমাদের নেতা-কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। নির্বাচনী অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, সর্বশেষ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ কে আজাদের সমর্থক আবদুর রহমানসহ পাঁচজনকে কুপিয়ে আহত করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকেরা। আবদুর রহমানের অবস্থা এখন আশঙ্কাজনক।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কে আজাদ বলেন, নির্বাচনের পরিবেশ ভয়াবহ রূপ নিয়েছে। নৌকার প্রার্থী শামীম হক এমন সব কর্মকাণ্ড করছেন, যা প্রার্থিতা বাতিল হওয়ার মতো।

সংবাদ সম্মেলনে এ কে আজাদ নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, তিনি জেলা প্রশাসকের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন। বিষয়টি প্রক্রিয়াধীন।

বিএনপির ‘অ্যাজেন্ডা’ বাস্তবায়ন–সম্পর্কিত শামীম হকের অভিযোগ নিয়ে এক প্রশ্নের জবাবে এ কে আজাদ বলেন, ‘এ অভিযোগ মনগড়া, অসত্য ও কাল্পনিক। বরং শামীম হক নিজেই বিএনপির অ্যাজেন্ডা বাস্তবায়ন করছেন। তিনি নিজেই নির্বাচন ভন্ডুল করতে চান। যেটা বিএনপিও চায়।’

এ কে আজাদ আরও বলেন, ‘আমরা একই দলের, একই মতাদর্শের। অথচ শামীম হক আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা করছেন, পরে মামলাও দিচ্ছেন।’

প্রশাসন সব প্রার্থীর সঙ্গে সমান আচরণ করছে না বলেও অভিযোগ করেন এ কে আজাদ।