ইজারা নবায়ন না করায় ইসলামী সমাজ কল্যাণ পরিষদের কার্যালয় উচ্ছেদ

চট্টগ্রাম নগরের চকবাজার থানাধীন একটি সরকারি ভবন থেকে ইসলামী সমাজকল্যাণ পরিষদের কার্যালয় উচ্ছেদ করা হয়
ছবি: প্রথম আলো

ইজারা নবায়ন না করায় চট্টগ্রাম নগরের চকবাজার থানাধীন একটি সরকারি ভবন থেকে ইসলামী সমাজকল্যাণ পরিষদের কার্যালয় উচ্ছেদ করা হয়েছে। সংগঠনটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন হিসেবে পরিচিত।

আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম কলেজ ছাত্রাবাসের বিপরীতে ওই ভবনে অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। এ সময় সেখানে চকবাজার থানা–পুলিশ উপস্থিত ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, কাসিমবাজার মৌজার অর্পিত সম্পত্তিভুক্ত ওই দোতলা ভবন ১৯৬৭-৬৮ সালে ইসলামী সমাজকল্যাণ পরিষদ, চট্টগ্রামকে ইজারা দেওয়া হয়। দুটি তলায় আটটি কক্ষ রয়েছে। ২০১৮ সাল থেকে ভবনটির ইজারা নবায়ন করা হয়নি। সেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কার্যক্রমও চলত।

প্রতীক দত্ত আরও বলেন, উচ্ছেদের সময় ভবনটি থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের প্রচুর বই, ব্যানার, চাঁদা আদায়ের রশিদ এবং সরকারবিরোধী পুস্তিকা জব্দ করা হয়েছে। ইসলামী সমাজকল্যাণ পরিষদের ইজারা বাতিল করে ওই সম্পত্তি সরকারের নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযান শেষে ভবনটিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।