ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল
ফাইল ছবি

বান্দরবান জেলার তুমব্রু সীমান্তে মাদক চোরাচালানকারী সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে আহত র‍্যাব সদস্যের অস্ত্রোপচার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ফজলে এলাহী আজ মঙ্গলবার প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন।

ফজলে এলাহী বলেন, ‘আহত সোহেল বড়ুয়ার মাথায় আঘাত রয়েছে। আমরা সিটি স্ক্যান করি। আঘাতের একটি স্থানে রক্ত জমাট দেখা যায়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে তা অপসারণ করেছি।’

আরও পড়ুন

তুমব্রু সীমান্তে সংঘর্ষে ডিজিএফআই কর্মকর্তা নিহত: আইএসপিআর

ফজলে এলাহী বলেন, সোহেল বড়ুয়ার শারীরিক অবস্থা এখন আগের চেয়ে অনেকটাই ভালো। সোহেল বড়ুয়াকে আজ ভোরে ঢাকা মেডিকেল হাসপাতালে আনা হয়।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের ভেতরে তুমব্রু সীমান্ত এলাকায় গতকাল সোমবার র‍্যাব ও ডিজিএফআইয়ের যৌথ অভিযান চলাকালে মাদক চোরাচালানকারী সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ হয়।

সংঘর্ষ চলাকালে মাদক চোরাচালানকারীদের গুলিতে দায়িত্বরত অবস্থায় ডিজিএফআইয়ের একজন কর্মকর্তা নিহত হন। আহত হন র‍্যাবের এক সদস্য।