নাখালপাড়া থেকে আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুস সোবহান আটক
আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপকে রাজধানীর নাখালপাড়া থেকে আটক করা হয়েছে। আজ রোববার বেলা তিনটার কিছু আগে তাঁকে আটক করার কথা জানায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।
ডিবির একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
আবদুস সোবহানকে আটকের বিষয়টি জানিয়েছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ।
আবদুস সোবহান গোলাপ মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার-সদর একাংশ) আসনের সংসদ সদস্য ছিলেন। এ বছরের জানুয়ারিতে নির্বাচনে তিনি পরাজিত হন।