জাতীয় স্লোগানে ‘জয় বঙ্গবন্ধু’ অন্তর্ভুক্ত করতে নির্দেশ কেন নয়

হাইকোর্ট
ফাইল ছবি

‘জয় বাংলা’কে দেশের জাতীয় স্লোগান হিসেবে জারি করা প্রজ্ঞাপন সংশোধন করে ‘জয় বাংলা’র সঙ্গে ‘জয় বঙ্গবন্ধু’ অন্তর্ভুক্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন। মন্ত্রিপরিষদ সচিব, আইনসচিব ও শিক্ষাসচিবকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে করা এক রিটের চূড়ান্ত শুনানি শেষে ২০২০ সালের ১০ মার্চ হাইকোর্ট রায় দেন। রায়ে বলা হয়, ‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান হবে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়। এরপর ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান হিসেবে উল্লেখ করে ২০২২ সালের ২ মার্চ কয়েক দফা নির্দেশনাসংবলিত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রী পরিষদ বিভাগ।

এরপর ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণাসংক্রান্ত প্রজ্ঞাপনে ‘জয় বাংলা’র সঙ্গে ‘জয় বঙ্গবন্ধু’ অন্তর্ভুক্ত করার নির্দেশনা চেয়ে মো. আব্দুল্লাহ আল হারুন ভূইঁয়াসহ ১৩ আইনজীবী গত বছর ওই রিট করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ফরিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ।

পরে আইনজীবী মো. ফরিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান একই সঙ্গে উচ্চারিত হয়েছে। ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ দুটি অভিন্ন। দুটি আলাদা করে উচ্চারিত হবে না। ‘জয় বঙ্গবন্ধু’ শব্দ দুটি জাতীয় স্লোগান হিসেবে প্রজ্ঞাপনে অন্তর্ভুক্ত না হওয়া জাতির জন্য লজ্জার বিষয়। যে কারণে রিটটি করা হলে আদালত ওই রুল দেন।

আরও পড়ুন