‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের’ বাছাই শুরু ৫ জুলাই

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’-এর ১৯তম আসর সম্পর্কে বিস্তারিত জানানো হয়। আফতাবনগর, ঢাকা, ৮ জুনছবি: খালেদ সরকার

জ্যোতির্বিজ্ঞান-বিষয়ক আয়োজন ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’-এর ১৯তম আসর শুরু হচ্ছে। সারা দেশে এর প্রাথমিক বাছাই কার্যক্রম শুরু হবে আগামী ৫ জুলাই। চলবে ২০ জুলাই পর্যন্ত। ১৪ থেকে ১৮ বছর বয়সী স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এই আয়োজনে অংশ নিতে পারবেন।

আজ শনিবার দুপুরে রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়েছে। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন। বক্তব্যে বলা হয়, ১৪ থেকে ১৮ বছর বয়সী স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী এতে অংশ নিতে পারবেন না।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৫ জুলাই চট্টগ্রামে, ৬ জুলাই সিলেটে, ৭ জুলাই ময়মনসিংহে, ৮ জুলাই রংপুরে, ৯ জুলাই সিরাজগঞ্জে, ১০ জুলাই রাজশাহীতে, ১১ জুলাই খুলনায়, ১২ জুলাই বরিশালে, ১৩ জুলাই মুন্সিগঞ্জে ও ২০ জুলাই ঢাকায় প্রাথমিক বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।

প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত ৫০০ জন প্রতিযোগী নিয়ে আগামী ৩ আগস্ট ঢাকায় (ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়) জাতীয় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। জাতীয় বাছাই কার্যক্রমে বড়দের দল (সিনিয়র গ্রুপ) থেকে ১৫ জন এবং ছোটদের দল (জুনিয়র গ্রুপ) থেকে ১৫ জনকে নিয়ে চার দিনের আবাসিক ক্যাম্প করা হবে। তাঁদের মধ্য থেকে পাঁচজনকে চূড়ান্তভাবে বাছাই করা হবে। তাঁরা ২৮তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

এই আয়োজনে অংশ নিতে আগামী ৩০ জুনের মধ্যে নিবন্ধন করতে হবে। এই লিংকে নিবন্ধন করা যাবে।

এই সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ফরাসউদ্দিন। তিনি বলেন, ‘আমি ছাত্র থাকা অবস্থায় রাশিয়া মহাকাশে স্পুতনিক মহাকাশ যান পাঠায়। তখন ভাবতাম, রাশিয়া মহাকাশবিজ্ঞানে অনেক এগিয়ে গেছে, আমরা কেন পারছি না। তবে এখন জ্যোতির্বিজ্ঞানে আমরাও এগোচ্ছি ক্রমে ক্রমে। এই অ্যাস্ট্রো-অলিম্পিয়াড জাতীয়ভাবে জ্ঞান-বিজ্ঞানের চর্চায় ভূমিকা রাখবে।’

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শামস রহমান বলেন, ‘এখন সময় এসেছে সরকারের মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞানকে অগ্রাধিকার দিয়ে অর্থ বিনিয়োগ করার।’

সংবাদ সম্মেলনে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সহ-উপাচার্য আশিক মোসাদ্দিকও বক্তব্য দেন। অসুস্থতার কারণে আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের চেয়ারম্যান মাইকেল জি গ্যাভরিলভ এই আয়োজনে উপস্থিত থাকতে পারেননি।

‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’ এর আয়োজন করেছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। আয়োজনে সহযোগিতা করছে সিটি ব্যাংক, প্রথম আলো, ব্র্যাক ব্যাংক, লিঙ্ক-৩, টুরিজম বোর্ড, বাংলাদেশে অবস্থিত রাশিয়ার দূতাবাস, শো অ্যান্ড টেল, গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স, পাইওনিয়ার ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও ৭১ টেলিভিশন।