ফায়ার সার্ভিসের জন্য আধুনিক যন্ত্রপাতি সরবরাহের সুপারিশ

জাতীয় সংসদ ভবন
ফাইল ছবি

বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের ভালো সাফল্য আছে। কিন্তু অত্যাধুনিক যন্ত্রপাতির অভাবে ভূমিকম্প, আগুনের মতো দুর্যোগ মোকাবিলায় কিছুটা পিছিয়ে। তাই ফায়ার সার্ভিসের জন্য আধুনিক যন্ত্রপাতি সরবরাহে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটি এ সুপারিশ করে। বৈঠকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় যথাযথ প্রস্তুতি আছে বলে জানায় মন্ত্রণালয়।

বৈঠক সূত্রে জানা গেছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর জানিয়েছে, তাদের লোকবল থাকলেও দুর্যোগ মোকাবিলায় আধুনিক যন্ত্রপাতি ও প্রয়োজনীয় গাড়ি নেই। বড় ধরনের দুর্ঘটনা ঘটলে উদ্ধারকাজে যেতে সমস্যার সম্মুখীন হতে হবে। পরে ভূমিকম্প ও আগুনের মতো ঘটনা মোকাবিলায় কী কী প্রয়োজন তার তালিকা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পাঠাতে বলে কমিটি।

সংসদীয় কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, বন্যা ও ঘূর্ণিঝড় মোকাবিলায় দেশের যথেষ্ট দক্ষতা আছে, তবে যন্ত্রপাতির অভাবে হয়তো ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ মোকাবিলায় একটু পিছিয়ে। তবে এ অবস্থারও পরিসমাপ্তি ঘটবে। আগামী বাজেটে যেন এ জন্য যথেষ্ট অর্থ বরাদ্দ দেওয়া হয়, কমিটি সেটা বলেছে।

তাজুল ইসলাম বলেন, বঙ্গবাজারে আগুনের বিষয়ে পত্রপত্রিকায় বিভিন্ন কিছু এসেছে। তাঁরা ফায়ার সার্ভিসের কাছে এ বিষয়ে জানতে চেয়েছিলেন। ফায়ার সার্ভিস জানিয়েছে, তাদের তদন্ত এখনো শেষ হয়নি। তদন্ত শেষ হলে প্রতিবেদন দেবে।

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্ঘটনা মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি সরবরাহে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিটি।

এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে কমিটির সদস্য আফতাব উদ্দিন সরকার, মীর মোস্তাক আহমেদ ও কানিজ সুলতানা বৈঠকে অংশ নেন।