ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় মনিটরিং সেল চালু করেছে ফায়ার সার্ভিস

ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে উপকূলীয় এলাকায় সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় লোকজনকে নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং করছেন রেড ক্রিসেন্টের সদস্যরা। আজ বিকেল ৩টায় পতেঙ্গা সমুদ্র সৈকতে
ছবি: জুয়েল শীল

ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় মনিটরিং সেল খুলেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আজ মঙ্গলবার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্যোগপ্রবণ এলাকার জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। প্রতিটি ফায়ার স্টেশনে সার্চ অ্যান্ড রেসকিউ টিম, প্রাথমিক চিকিৎসা প্রদানকারী দল এবং একটি করে ওয়াটার রেসকিউ টিম প্রস্তুত রাখা হয়েছে। এসব এলাকায় ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদেরও প্রস্তুত থাকতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড়-পরবর্তী অনুসন্ধান, উদ্ধারকাজসহ রাস্তাঘাট যান চলাচল উপযোগী করার কাজে ফায়ার সার্ভিস নিয়োজিত থাকবে বলেও সদর দপ্তর থেকে জানানো হয়েছে। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষসহ চট্টগ্রাম ও বরিশাল বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষ সারাক্ষণ সংবাদ সংগ্রহে নিয়োজিত থাকবে।

যেকোনো জরুরি প্রয়োজনে সেবা গ্রহণের জন্য ফায়ার সার্ভিসের নিকটবর্তী ফায়ার স্টেশন, বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বরে বা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের হটলাইন ১৬১৬৩ নম্বরে ফোন করার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে। কেন্দ্রীয় মনিটরিং সেলের মুঠোফোন নম্বর ০১৭৩০৩৩৬৬৯৯-এ ফোন করেও জরুরি সেবা গ্রহণ করা যাবে।

আরও পড়ুন