শুভ সকাল। আজ ১৫ আগস্ট, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
চলতি সপ্তাহের শেষে সর্বজনীন পেনশন কর্মসূচির উদ্বোধন হতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ আগস্ট (আগামী বৃহস্পতিবার) ভার্চ্যুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করবেন। ওই দিন সকাল ১০টায় ঢাকায় গণভবন থেকে প্রধানমন্ত্রী পেনশন কর্মসূচির উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সংযুক্ত থাকবে গোপালগঞ্জ, বাগেরহাট, রংপুর জেলা ও সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস।
রাজধানীর ভাটারা থানা থেকে বেরাইদের দিকে প্রায় ১০০ ফুট চওড়া রাস্তাটি বেশ ব্যস্ত। ১০০ ফুট নামে পরিচিত এই রাস্তার দুই পাশে ঘিঞ্জি দোকান আর ছোট ছোট বিপণিবিতান। এই রাস্তার সড়ক বিভাজকটি মোটামুটি চওড়া। ১০০ ফুট সড়ক ধরে এগোলে এই সড়ক বিভাজকের ওপর চোখে পড়ে একটি কবর। আছে কবরস্থানের সাইনবোর্ড। সরু হয়ে বেড়ে ওঠা বট, আম, আতা ও সুপারিগাছের ছায়াবেষ্টিত কবরস্থানটি। কিছুটা দেয়াল দিয়ে আলাদা করে রাখা হয়েছে। সাইনবোর্ডের লেখা থেকে জানা যায়, কবরটি মো. হানিফ মিয়া নামের এক ব্যক্তির।
‘সন্তানদের মানুষ করতে জীবনের দীর্ঘ সময় প্রবাসে কাটিয়েছি। ইচ্ছা ছিল ছেলে ইঞ্জিনিয়ার হবে। সেটি সম্ভব হয়নি, তবু কখনো হতাশ হইনি। তবে এখন জঙ্গির খাতায় নাম দেখে বড় হতবাক লাগছে। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে।’ মৌলভীবাজারের কুলাউড়া থেকে গত শনিবার জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১০ জনের একজন রাফিউল ইসলামের (২২) বাবা সাইফুল ইসলাম এসব কথা বলছিলেন।
মিস ইউনিভার্স অর্গানাইজেশন তাদের ইন্দোনেশিয়ার আয়োজকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় যৌন হয়রানির অভিযোগ ওঠার কয়েক দিনের মাথায় এমন সিদ্ধান্ত ঘোষণা দেওয়া হলো। এ ঘটনার সূত্র ধরে মালয়েশিয়ায় অনুষ্ঠেয় প্রতিযোগিতাও বাতিল করা হয়েছে।
দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। গতকাল বিকেলে ফেসবুকে স্বামীর সঙ্গে তোলা ছবি পোস্ট করে বিয়ের ঘোষণা দেন ‘নেটওয়ার্কের বাইরে’, ‘লেডিজ অ্যান্ড জেন্টলমেন’, ‘কারাগার’ সিরিজের অভিনেত্রী ফারিণ।