টিউলিপ সিদ্দিককে দুদকে তলব

টিউলিপ সিদ্দিকফাইল ছবি: রয়টার্স

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য (এমপি) টিউলিপ সিদ্দিককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সুবিধা গ্রহণের অভিযোগে টিউলিপ সিদ্দিককে ১৪ মে সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, অভিযোগ বিষয়ে বক্তব্য গ্রহণের জন্য টিউলিপ সিদ্দিককে তলব করা হয়েছে।

আরও পড়ুন

ছাত্র-জনতার অভ্যুত্থানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক। তিনি যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের ‘সিটি মিনিস্টার’-এর দায়িত্বে ছিলেন। দুর্নীতির অভিযোগ ওঠার পর সমালোচনার মুখে গত জানুয়ারিতে তিনি এই পদ থেকে পদত্যাগ করেন।

দুদক প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক নোটিশে টিউলিপ সিদ্দিককে তলব করা হয়েছে।

দুদকের একাধিক সূত্র বলছে, টিউলিপ সিদ্দিক ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট রেজিস্ট্রির মাধ্যমে দখল নেওয়া এবং সেটির বিনিময়ে কোনো অর্থ পরিশোধ না করে ইস্টার্ন হাউজিং লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে অবৈধ সুবিধা গ্রহণের অভিযোগের তদন্ত চলছে। এই অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলা করা হয় গত ১৫ এপ্রিল।

আরও পড়ুন
আরও পড়ুন