সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৩ আগস্ট, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

রিজার্ভ চুরির জন্য বাংলাদেশকে কেন বেছে নেওয়া হয়েছিল

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা নিয়ে বানানো প্রামাণ্যচিত্র বিলিয়ন ডলার হাইস্ট–এর পোস্টার

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি। দিনটি ছিল শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। বাংলাদেশ ব্যাংক বন্ধ হলেও অল্প কয়েকজন কিছু সময়ের জন্য আসেন। এ রকমই একজন জুবায়ের বিন হুদা। এসে দেখলেন প্রিন্টার কাজ করছে না। কারিগরি সমস্যা মনে করে চলে গেলেন। অন্যরা এলেন পরদিন শনিবার। বিকল্প পথে প্রিন্টার চালু করা হলো। তখনই পাওয়া গেল প্রায় ১ বিলিয়ন (১০০ কোটি) ডলার হস্তান্তরের অনুরোধ জানানো সব চিঠি। ছড়িয়ে পড়ল আতঙ্ক। ঠিক এভাবেই শুরু হয়েছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা নিয়ে বানানো প্রামাণ্যচিত্র বিলিয়ন ডলার হাইস্ট। আর এর মাধ্যমে সাত বছর পর আবারও আলোচনায় এল বাংলাদেশ ও বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক।
বিস্তারিত পড়ুন...

রওশন এরশাদ নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করলেন

রওশন এরশাদ
ফাইল ছবি

এবার রওশন এরশাদ নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন। এই ঘোষণা-সম্পর্কিত তাঁর সই করা এক বিজ্ঞপ্তি গতকাল দুপুরে গণমাধ্যমে পাঠানো হয়েছে। কিন্তু এ ব্যাপারে জানেন না দলটির অন্য নেতারা। বিস্তারিত পড়ুন...

যৌন নির্যাতনের প্রতিশোধ নিতেই কক্সবাজারে আওয়ামী লীগ নেতাকে হত্যা: পুলিশ

কক্সবাজারের হোটেল কক্ষে আওয়ামী লীগ নেতা সাইফ উদ্দিন হত্যার ঘটনায় গ্রেপ্তার মাদ্রাসাছাত্র আশরাফুল ইসলামকে নিয়ে যাচ্ছে পুলিশ। মঙ্গলবার বিকেলে
ছবি: প্রথম আলো

যৌন নির্যাতনের প্রতিশোধ নিতেই কক্সবাজারে আওয়ামী লীগ নেতা সাইফ উদ্দিনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় মাদ্রাসাছাত্র আশরাফুল ইসলামকে গ্রেপ্তারের পর তাঁর স্বীকারোক্তির বরাত দিয়ে কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম এমন দাবি করেন। বিস্তারিত পড়ুন...

মরুভূমিতে রাইফেল হাতে ভাগনারপ্রধান প্রিগোশিনের ভিডিও বার্তা

ভাগনারপ্রধান ইয়েভগেনি প্রিগোশিন
ফাইল ছবি: রয়টার্স

ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোশিন এখন আফ্রিকায়। প্রিগোশিনের এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় এমন ইঙ্গিত মিলেছে। গত জুনের শেষের দিকে রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে অভ্যুত্থানচেষ্টার পর এটাই তাঁর প্রথম ভিডিও বার্তা। বিস্তারিত পড়ুন...

‘প্রিয়তমা’ সিনেমার সাফল্যে পরিচালককে ২৬ লাখ টাকার গাড়ি উপহার দিলেন প্রযোজক

‘প্রিয়তমা’ ছবির পরিচালক হিমেল আশরাফ, প্রযোজক আরশাদ আদনান ও নায়ক শাকিব খান
কোলাজ

শাকিব খানকে নিয়ে ‘প্রিয়তমা’ সিনেমা বানিয়ে প্রযোজক আরশাদ আদনান চমকে দিয়েছেন ছবিপ্রেমীদের। পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমাটি টানা আট সপ্তাহ ধরে দেশ ও দেশের বাইরের প্রেক্ষাগৃহে চলছে। সিনেমার গান, গল্প, নির্মাণ নিয়ে একের পর এক প্রশংসায় ভাসছে সিনেমাটির টিম। সিনেমার এমন সাফল্যে নিজ উদ্যোগে পরিচালক হিমেল আশরাফকে গাড়ি উপহার দিলেন প্রযোজক। এমন চিত্র ঢালিউডে নতুন। এর আগে কোনো পরিচালককে ছবির সাফল্যে প্রযোজক গাড়ি উপহার দিয়েছেন, এমন নজির তেমন একটা নেই। প্রযোজকের কাছ থেকে গাড়ি উপহার পেয়ে আনন্দিত পরিচালক। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন