ভারতে উড়োজাহাজ দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক প্রকাশ, সব ধরনের সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে বাংলাদেশ
ভারতের আহমেদাবাদে লন্ডন অভিমুখী উড়োজাহাজ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো শোক বার্তায় লিখেছেন, ‘আহমেদাবাদে ২৪২ জন যাত্রী বহন করা এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার মর্মান্তিক সংবাদে আমি গভীরভাবে শোকাহত। এই মর্মান্তিক ঘটনায় যেসব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে, তাদের প্রতি গভীর সমবেদনা জানাই।’
অধ্যাপক ইউনূস শোক বার্তায় আরও বলেন, ‘এই দুঃসময়ে আমাদের চিন্তা ও প্রার্থনায় রয়েছেন দুর্ঘটনার শিকার ব্যক্তি ও তাঁদের প্রিয়জনেরা। আমরা ভারতের জনগণ ও সরকারের পাশে আছি। প্রয়োজনে সব ধরনের সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছি।’
উল্লেখ্য, দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটি এয়ার ইন্ডিয়ার একটি আন্তর্জাতিক ফ্লাইট ছিল। উড়োজাহাজে মোট ২৪২ জন আরোহী ছিলেন। উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে সব আরোহীর মৃত্যু হয়েছে বলে ভারতীয় পুলিশ জানিয়েছে।