আইইউবিএটিতে আইটেক এক্সপো-২০২২ অনুষ্ঠিত
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) তথ্যপ্রযুক্তি–বিষয়ক আইটেক এক্সপো-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর উত্তরায় আইইউবিএটি ক্যাম্পাসে আয়োজিত দুই দিনব্যাপী এ আয়োজনে ৪০টি বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আয়োজনের ছয়টি সেগমেন্টের মধ্যে ছিল ইন্টারন্যাশনাল রোবোওয়ার বাংলাদেশ জোনাল, সকার বোট চ্যাম্পিয়নশিপ, লাইন ফলোয়ার রোবট চ্যালেঞ্জ, রোবো রেসিং চ্যাম্পিয়নশিপ, প্রজেক্ট প্রদর্শনী ইত্যাদি। প্রতিটি সেগমেন্টে বিজয়ীরা প্রাইজমানি হিসেবে মোট ১ লাখ ৬৫ হাজার টাকার পুরস্কার অর্জন করেছেন।
এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুর রব। বিশেষ অতিথি ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আনোয়ারুল আবেদিন, জাকির হোসেন এবং বিএনসিসি রমনা রেজিমেন্টের কমান্ডার লে. কর্নেল রাহাত নেওয়াজ। আরও ছিলেন এস্টোনাফা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের এমডি নাফিস রহমান, রিলায়েন্ট এনার্জি অ্যান্ড সেফটি টেকনোলজি লিমিটেডের এমডি মো. সামিউল ইসলাম চৌধুরী, জোহরা ফেব্রিকসের কর্ণধার মো. জসিম উদ্দিন।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আইইউবিএটির কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন মো. মনিরুল ইসলাম। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন ইইই ডিপার্টমেন্টের প্রধান রতন কুমার নন্দী। সমাপনী বক্তব্য দেন প্রকৌশলী মো. আবুল বাশার। সার্বিক তত্ত্বাবধান করেন আইইউবিএটি রোবোটিকস ক্লাবের প্রেসিডেন্ট মো. কামরুজ্জামান।