ভুবনের মাথায় তিন ঘণ্টার অস্ত্রোপচার

শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈদ মামুনের প্রাইভেট কার লক্ষ্য করে ছোড়া গুলিতে আহত মোটরসাইকেল আরোহী ভুবন চন্দ্র শীলকে সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়
ফাইল ছবি প্রথম আলো

ঢাকার রাস্তায় গুলিবিদ্ধ ভুবন চন্দ্র শীলের (৫২) মাথায় অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ধানমন্ডির বেসরকারি পপুলার হাসপাতালে শুক্রবার রাত পৌনে ৯টা থেকে পৌনে ১২টা পর্যন্ত ৩ ঘণ্টা এই অস্ত্রোপচার চলে। প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর শ্যালক পলাশ চন্দ্র শীল।

পলাশ চন্দ্র শীল বলেন, অস্ত্রোপচার শেষে তাঁর ভগ্নিপতিকে বিশেষ তত্ত্বাবধানে রাখা হয়েছে। ৪৮ ঘণ্টা পর চিকিৎসকেরা তাঁর অবস্থার বিষয়ে জানাতে পারবেন।

আরও পড়ুন

এর আগে রাত পৌনে নয়টার দিকে ভুবন চন্দ্রের আরেক শ্যালক তাপস মজুমদার প্রথম আলোকে জানিয়েছেন, রাত সাড়ে আটটার দিকে একজন বিশিষ্ট নিউরোসার্জন এসে তাঁর (ভুবন) চিকিৎসাজনিত সব রিপোর্ট দেখেন এবং শারীরিক অবস্থা পরীক্ষা করেন। এরপর পরিবারের সম্মতিতে ভুবনকে অস্ত্রোপচার করাতে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন

শুক্রবার সন্ধ্যায় পপুলার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) কর্তব্যরত চিকিৎসক শুভ্র দাস প্রথম আলোকে বলেছিলেন, ভুবনের অবস্থা সংকটাপন্ন। এখন পর্যন্ত তাঁর জ্ঞান ফেরেনি। গুলিতে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরিবারের সম্মতিতেই চিকিৎসকেরা ঝুঁকি নিয়ে ভুবনের মাথায় অস্ত্রোপচার করতে প্রাথমিকভাবে সিদ্ধান্ত দিয়েছেন।

আরও পড়ুন

গত সোমবার রাত ১০টার দিকে তেজগাঁও শিল্প এলাকার বিজি প্রেসের সামনের রাস্তায় শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈদ ওরফে মামুনের প্রাইভেট কার লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে একদল সন্ত্রাসী। সেই সময় ওই পথ দিয়ে মোটরসাইকেলে করে আরামবাগে নিজের বাসার পথে থাকা ভুবন মাথায় গুলিবিদ্ধ হন। তখন ভুবনকে প্রথমে শমরিতা হাসপাতালে, পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত দেড়টার দিকে ভুবনকে পপুলার হাসপাতালে স্থানান্তর করেন স্বজনেরা। সেখানে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়।

আরও পড়ুন