ইসিতে গিয়ে ইভিএম নিয়ে চ্যালেঞ্জ দেওয়ার পরামর্শ

নির্বাচন কমিশন

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে সংবাদ সম্মেলন ডেকে অভিযোগ না করে নির্বাচন কমিশনে গিয়ে যন্ত্রটি নিয়ে চ্যালেঞ্জ করার পরামর্শ দিয়েছেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান। আজ বুধবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আহসান হাবিব খান ওই চ্যালেঞ্জ দেন।

গত রোববার সুশাসনের জন্য নাগরিকের (সুজন) এক অনুষ্ঠানে ইভিএমের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়। এ বিষয়ে আজ প্রশ্ন করা হলে কারও নাম উল্লেখ না করে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান সাংবাদিকদের বলেন, যে বা যাঁরা বলছেন ইসিতে তাঁদের আমন্ত্রণ জানানো হয়েছিল। অজানা কারণে তারা আসেননি। পরবর্তী সময়ে আসার বা কথা বলার সুযোগও চাননি। তাঁদের জন্য ইসির দরজা সব সময় খোলা।

এ সময় আহসান হাবিব খান বলেন, ‘আমরা তো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি, প্রস্তুতকারক প্রতিষ্ঠানও করেছে। সেই সৎ সাহস কেন নেই? আমাদের এখানে আসতে দ্বিধা কেন? অবশ্যই তারা যদি অনুভব করে আমাদের এসে দেখাবে। আমরা রেকটিফাই করব অথবা আমরা প্রমাণ করব এখানে কোনো কিছু নেই। দেখাক, সেই সৎ সাহস কেন থাকবে না? এনি টাইম এনি বডি ক্যান কাম।’