ভুলভ্রান্তি হতে পারে, প্রতারণা বলাটা দুঃখজনক: ড. ইউনূসের আইনজীবী

সম্মেলনের সমাপনী নৈশভোজে ড. মুহাম্মদ ইউনূসের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়ছবি: মুহাম্মদ ইউনূসের ফেসবুক পেজ থেকে নেওয়া

শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পাওয়া ‘ট্রি অব পিস’ পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে বলে মনে করছেন তাঁর আইনজীবী আবদুল্লাহ–আল–মামুন। তিনি বলেছেন, ‘উনি (বিদেশে অবস্থানরত ড. ইউনূস) আসলে হয়তোবা বলতে পারবেন। সেখানে হয়তোবা ভুলভ্রান্তি হতে পারে। অথচ এটাকে বলা হচ্ছে প্রতারণা, যা দুঃখজনক।’

হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে আজ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এসব কথা বলেন আবদুল্লাহ–আল–মামুন।

ড. ইউনূস ইউনেসকোর ‘ট্রি অব পিস’ পুরস্কার পেয়েছেন বলে যে তথ্য প্রচারিত হয়েছে, তা সঠিক নয় বলে গতকাল বুধবার জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, ইসরায়েলি একজন ভাস্করের দেওয়া পুরস্কার ড. মুহাম্মদ ইউনূস প্রতারণামূলকভাবে ইউনেসকোর পুরস্কার হিসেবে প্রচার করেছেন।

ড. ইউনূসের আইনজীবী আবদুল্লাহ–আল–মামুন সাংবাদিকদের বলেন, ‘বিভিন্ন দেশের সাবেক কয়েকজন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিশ্ব বাকু ফোরামের প্রেসিডেন্টসহ নয়জন মিলে উনাকে (ড. ইউনূস) দাওয়াত দিয়েছেন সই করে। ড. ইউনূস অনুষ্ঠানে গেছেন। সেই অনুষ্ঠানে থেকে কি উনি প্রেস রিলিজ (সংবাদ বিজ্ঞপ্তি) পাঠিয়েছেন? প্রেস রিলিজ এখানের হয়তো একজন কর্মচারী দিয়েছেন, যে তাঁকে (ড. ইউনূস) একটা পুরস্কার দেওয়া হয়েছে। উনি আসলে হয়তোবা বলতে পারবেন। সেখানে হয়তোবা ভুলভ্রান্তি হতে পারে।’

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বুধবার আরও বলেছিলেন, ইউনূস সেন্টার ও ড. মুহাম্মদ ইউনূসের বরাত দিয়ে এই যে পুরস্কারের কথা বলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। ইউনেসকোর পুরস্কারের কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে।

এক প্রশ্নের জবাবে আইনজীবী আবদুল্লাহ–আল–মামুন আরও বলেন, ‘ড. ইউনূস সাহেব তো এ ধরনের কোনো বিবৃতি দেননি। সম্মেলন হয়েছে সত্য, নয়জন সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তাঁকে দাওয়াত দিয়ে নিয়েছেন, এটিও সত্য। একজন ভাস্কর এসেছেন, উনি হয়তোবা ইউনেসকোর একজন সম্মানিত সদস্য, সেখান থেকে পুরস্কার দেওয়া হয়েছে। এখান থেকে একটা সংবাদ বিজ্ঞপ্তি একজন কেরানি টাইপের কোনো ব্যক্তি হয়তো দিয়েছেন, সেটিকে তাঁর নামে চালিয়ে এ ধরনের বক্তব্য প্রত্যাশিত নয়।’