বিজিবির নতুন ডিজি হচ্ছেন মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন মহাপরিচালক (ডিজি) হচ্ছেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তাঁকে এই পদে নিয়োগের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এ বিষয়ে আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই প্রজ্ঞাপনে বিজিবির বর্তমান ডিজি মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসানকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের জন্য তাঁকে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
উল্লেখ্য, বিজিবি চলে জননিরাপত্তা বিভাগের অধীন।