বিলাসবহুল আবাসনের নতুন সংজ্ঞা ‘রে হোয়াইট লি.’

জলসিঁড়িতে অবস্থিত ২ হাজার ৮৫০ বর্গফুটের বিলাসবহুল সিমপ্লেক্স অ্যাপার্টমেন্ট ‘রে হোয়াইট মুল্ক ম্যানর’
ছবি: সংগৃহীত

আবাসনশিল্পে এক নতুন দিগন্ত উন্মোচন করছে ‘রে হোয়াইট লি.’। প্রতিষ্ঠানটি দেশের অভিজাত শ্রেণির জন্য বসুন্ধরা আবাসিক এলাকা এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পে দৃষ্টিনন্দন, মজবুত ও আধুনিক স্থাপত্যশৈলীতে অ্যাপার্টমেন্ট তৈরি করে।

জলসিঁড়িতে অবস্থিত ২ হাজার ৮৫০ বর্গফুটের বিলাসবহুল সিমপ্লেক্স লেকভিউ অ্যাপার্টমেন্ট ‘রে হোয়াইট সেরেনিটি’
ছবি: সংগৃহীত

রে হোয়াইট লিমিটেডের বিলাসবহুল লাইফস্টাইল ফিচারসমূহ—

• লেকভিউ ও পার্কসংলগ্ন অ্যাপার্টমেন্ট

• ফেয়ারফেস কম্বিনেশন কনস্ট্রাকশন

• মজবুত ও ভূমিকম্পপ্রতিরোধী স্ট্রাকচার

• ভিআইপি লবি, রিসিপশন লাউঞ্জ ও প্রাইভেট লাউঞ্জ

• প্রিমিয়াম জিম, সুইমিংপুল, বারবিকিউ জোন ও স্পা সুবিধা

• এক্সক্লুসিভ ক্লাব হাউস ও কমিউনিটি স্পেস

• সবুজায়নের ওপর বিশেষ গুরুত্ব

• প্রাইভেট গার্ডেন ও খোলা আকাশের নিচে ছাদবাগান

• প্রিমিয়াম ফিচার ও অ্যামেনিটিস

• পরিবেশবান্ধব নির্মাণশৈলী ও নান্দনিক ভবন

বসুন্ধরায় অবস্থিত ২ হাজার ৪৪৮ বর্গফুটের বিলাসবহুল সিমপ্লেক্স এবং ৪ হাজার ৬৫০ বর্গফুটের প্রাইভেট পুলসহ ডুপ্লেক্স লেকভিউ অ্যাপার্টমেন্ট ‘রে হোয়াইট লেক গার্ডেন’
ছবি: সংগৃহীত

যেসব কারণে রে হোয়াইট লিমিটেডের প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট অন্যদের চেয়ে আলাদা—

চমৎকার লোকেশন: শহরের কেন্দ্রস্থলের কাছাকাছি দেশের সর্বাধুনিক পরিবেশবান্ধব আবাসিক এলাকা।

উন্নত নিরাপত্তাব্যবস্থা: ২৪/৭ সিসিটিভি, সিকিউরিটি সার্ভিস ও শতভাগ নিরাপত্তাব্যবস্থা।

সবুজ ও লেকভিউ: প্রকৃতির কাছাকাছি স্বাস্থ্যসম্মত পরিবেশে জীবনযাপনের সুযোগ।

আধুনিক নাগরিক সুবিধা: স্কুল, হাসপাতাল ও শপিং মল—প্রয়োজনীয় সব সুবিধা হাতের নাগালেই।

স্থাপত্যশৈলী ও নির্মাণ: দৃষ্টিনন্দন, মজবুত ও আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত অ্যাপার্টমেন্ট।

বসুন্ধরায় অবস্থিত ২ হাজার ১২০ বর্গফুটের সুইমিংপুলসহ বিলাসবহুল সিমপ্লেক্স অ্যাপার্টমেন্ট ‘রে হোয়াইট প্যানাসিয়া’
ছবি: সংগৃহীত

আবাসন খাতে বিনিয়োগ করতে চাইলে রে হোয়াইট লিমিটেড হতে পারে আপনার সবচেয়ে লাভজনক ও আশাব্যঞ্জক সিদ্ধান্ত। কারণ—

• অভিজাত নিরাপদ বসবাস ও লাভজনক বিনিয়োগের নিশ্চয়তা

• প্রপার্টি ভ্যালুর ক্রমাগত মূল্যবৃদ্ধি

• সুবিধাজনক পেমেন্ট প্ল্যান ও ব্যাংক লোন সাপোর্ট

জলসিঁড়িতে অবস্থিত রে হোয়াইট লিমিটেডের অনেকগুলো চলমান অ্যাপার্টমেন্ট প্রজেক্টের মধ্যে সম্প্রতি জমির মালিক, ফ্ল্যাটের মালিক ও ক্রেতাদের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ এবং জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে একটি প্রজেক্টের গ্রাউন্ডব্রেকিং সেরিমনি শেষ হয়েছে।

রে হোয়াইট লি.–এর প্রকল্পগুলো সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন